Homeখবরদেশজগদীপ ধনখড়কে ব্যঙ্গ করে বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মামলা দায়ের দিল্লি পুলিশের

জগদীপ ধনখড়কে ব্যঙ্গ করে বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মামলা দায়ের দিল্লি পুলিশের

প্রকাশিত

নয়াদিল্লি: বিরোধী সাংসদদের সাসপেন্ড করার পরে, সংসদ চত্বরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করার অভিযোগ উঠছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই বিতর্কই ক্রমশ বহরে বাড়ছে। জানা গিয়েছে, তৃণমূল সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।

মিডিয়া রিপোর্টে প্রকাশ, অভিষেক গৌতম নামে এক আইনজীবী ডিফেন্স কলোনি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সেই অভিযোগ গ্রহণ করেছে। এর ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে। অভিষেক তাঁর অভিযোগে উপরাষ্ট্রপতিকে অপমান করার দাবি করেছেন এবং তৃণমূল সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দক্ষিণ দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার চন্দন চৌধুরী বলেছেন, জনৈক আইনজীবী অভিযোগ করেছেন। তাঁকে বলা হয়েছিল যে বিষয়টি নয়াদিল্লি জেলার সঙ্গে সম্পর্কিত। অভিযোগটি গৃহীত হয়েছে এবং নয়াদিল্লি জেলা পুলিশের কাছে পাঠানো হয়েছে। স্টেশন ইনচার্জ বলেন, একটি অভিযোগ এসেছে এবং তার ভিত্তিতে বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি সংসদের বাইরে ঘটা অভিযোগের ভিত্তিতে হলেও অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব। তবে অভিযোগের ভিত্তিতে কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়, তাই এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। পুলিশ এখনও বিষয়টি তদন্ত করছে।

এক সঙ্গে অনেক সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে নয়া সংসদ ভবনের মকর দ্বারের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী সাংসদরা। সেখানেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে অবিকল নকল করতে। ব্যঙ্গাত্মক সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেন রাহুল গান্ধী।

এই ঘটনা নজরে পড়তেই ফুঁসে উঠলেন জগদীপ ধনখড়। তিনি বলেন, ‘এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিরক্তিকর এবং লজ্জাজনক। সব কিছুর একটা লিমিট থাকা উচিত। একজন সিনিয়র সাংসদ মিমিক্রি করছেন এবং অপর একজন সেটির ভিডিয়ো করছেন, এটি দুর্ভাগ্যজনক।’

আরও পড়ুন: জ্ঞানবাপী মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়, মুসলিম পক্ষের সমস্ত আবেদন খারিজ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যান্ডন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ₹১১২ কোটি, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।