Homeঅনুষ্ঠান১১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের আন্তর্জাতিক ইতিহাস উৎসব

১১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের আন্তর্জাতিক ইতিহাস উৎসব

প্রকাশিত

কলকাতা: সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত অষ্টাদশ আন্তর্জাতিক ইতিহাস উৎসব শুরু হবে আগামী ১১ ফেব্রুয়ারি। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। ইতিহাস উৎসবের সহযোগী নিউ আলিপুর কলেজ।

উৎসবে প্রদর্শিত হবে

১. প্রত্নতাত্ত্বিক সংস্কৃতি (খ্রিস্টপূর্ব ৬০০০-৫০০০): আদিম মানুষের ব্যবহার করা পাথর ও ধাতুর বিভিন্ন অস্ত্র ও অন্যান্য সামগ্রী প্রদর্শিত হবে।

২. বিশ্ব ডাকটিকিটে রাম ও রামায়ণ: বিশ্বের ২৮টি দেশ থেকে সংগৃহীত রাম ও রামায়ণ সংক্রান্ত ডাকটিকিট প্রদর্শিত হবে। গবেষণা ও সংগ্রহ: ব্রীতি দেব

৩. রেট্রোস্পেকটিভ: মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে প্রদর্শনী।

৪. রেট্রোস্পেকটিভ: তপন সিংহের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর চলচ্চিত্রে ব্যবহৃত সামগ্রী থেকে শুরু করে ছবি সম্পর্কিত দুষ্প্রাপ্য তথ্য, ছবি, বুকলেট, পোস্টার প্রদর্শনী। উদ্যোগে তপন সিংহ ফাউন্ডেশন।

৫. কলকাতার ট্রাম- সেকাল থেকে এ কাল: কলকাতার ট্রামের ইতিহাস। সঙ্গে দুষ্প্রাপ্য সব সংগ্রহ। ১৯৩৭ সাল থেকে ট্রামের টিকিট-সহ অনেক কিছু। গবেষণা ও সংগ্রহ: শৌভিক রায়।

৬. এ বছরের থিম কান্ট্রি ইতালি: তুলে ধরা হবে অনেক অজানা ইতিহাস, রোমান সাম্রাজ্যের অনেক গল্প আর ভারতের সঙ্গে ইতালির দু’হাজার বছরের পারস্পরিক সম্পর্ক। সে দেশের হাতের কাজ, ডাকটকিট, মুদ্রা, বই-সহ অনেক কিছু। তুলে ধরা হবে ইতালির পর্যটনও।

৭. বাগ্‌দেবী নানা রূপে: থাকবে ডোকরা থেকে শুরু করে পট, সরস্বতীর নানা রূপ। কুমকুম হুই, সিদ্ধার্থ চট্টরাজ, শৌভিক রায়, শুভ্রা বন্দ্যোপাধ্যায়-সহ অনেকের সংগ্রহ।

৮. বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিবর্গের চিঠি: দেখানো হবে বিখ্য়াত সব রাজনৈতিক ব্যক্তিবর্গের নানা রকম চিঠি ও বক্তব্য়। হোসেন সোহরাওয়ার্দি, মুজফ্‌ফর অহমেদ, রাজেন্দ্র প্রসাদ, প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, সিদ্ধার্থশঙ্কর রায়, জ্যোতি বসু থেকে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, বিজয় রাজে সিন্ধিয়া-সহ অনেকের চিঠি। সংগ্রহ: অরিজিত মৈত্র।

৯. রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেক নিয়ে বিশেষ প্রদর্শনী (১৯৫৩)

১০. পাকিস্তান সরকারের দাবি মেনে ১৯৫০ সালে প্রণব রায়ের লেখা ও সত্য চৌধুরীর গাওয়া গান “প্রণয়ের গান গাহিতে বলো না মোরে” এইচএমভি রেকর্ড (নম্বর ৩১২৮৩) নিষিদ্ধ করা হয় ও সব রেকর্ড তুলে নেওয়া হয়। সেই সব তথ্য ও চিঠি প্রদর্শিত হবে। তার সঙ্গে বাজিয়ে শোনানো হবে সেই গান। সৌজন্যে পরমানন্দ চৌধুরী।

উৎসবে নানা অনুষ্ঠান

উৎসবে প্রদর্শনীর পাশাপাশি থাকছে কুইজ, হেরিটেজ ওয়াক, ওপেন হাউস ও আলোচনা সভা। পরিবারের এতিহ্যবাহী হাতে লেখা পত্রিকা সপ্তর্ষির চৌত্রিংশতিতম সংখ্যা প্রকাশিত হবে। ১২ ফেব্রুয়ারি গীতির জাদুকর প্রণব রায় স্মরণে পালিত হবে প্রণব রায় দিবস। প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়াও থাকছে নীপবীথি ঘোষের বিশেষ অনুষ্ঠান।

এ বছরের স্বামী যোগানন্দ স্মৃতি স্মারক সম্মান দেওয়া হবে বিখ্যাত নাট্যকর্মী বিভাস চক্রবর্তীকে এবং প্রণব রায় স্মৃতি স্মারক সম্মান বিখ্যাত গায়িকা লোপামৃদ্রা মিত্রকে। এ বছর থেকে শুরু হচ্ছে সত্য চৌধুরী স্মৃতি স্মারক সম্মান। দেওয়া হবে বিখ্যাত শিল্পী সোমলতা আচার্য্য চৌধুরীকে। বৈশাখী রায় চৌধুরী মেমোরিয়াল স্কলারশিপ দেওয়া হবে একজন করে ছাত্র বা ছাত্রীকে।

এই অষ্টাদশ আন্তর্জাতিক ইতিহাস উৎসবে প্রবেশ অবাধ। বিশদ জানতে যোগাযোগ: দেবর্ষি রায় চৌধুরী, সম্পাদক (৯৮৩০২৮৯৪০০)।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

আরও পড়ুন

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।