Homeখবরদেশশুধু কৃষ্ণনগর নয়, সারা দেশেই 'রাজকীয়' প্রার্থী বিজেপি-র

শুধু কৃষ্ণনগর নয়, সারা দেশেই ‘রাজকীয়’ প্রার্থী বিজেপি-র

প্রকাশিত

২০২৪ সালের লোকসভা নির্বাচনে একের পর এক চমক। প্রাক্তন রাজপরিবারের ১০ জনেরও বেশি সদস্যকে টিকিট দিয়েছে বিজেপি। দেশের বিভিন্ন কেন্দ্র থেকে সরাসরি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা। তাঁদের মধ্যে কেউ কেউ আবার টিকিট পাওয়ার পরই রাজনীতি শুরু করছেন। অর্থাৎ, এর আগে প্রত্যক্ষ রজনীতির সঙ্গে এঁদের অনেকেরই কোনো সম্পর্ক ছিল না।

ওড়িশা

ওড়িশায় রাজবংশের দুই সদস্য সঙ্গীতা কুমারী সিং দেব এবং মালবিকা কেশরী দেবকে প্রার্থী করেছে বিজেপি। সঙ্গীতা কুমারী সিং দেব পাটনাগড়-বোলাঙ্গীরের এবং মালবিকা কেশরী দেব কালাহান্ডি রাজ্যের রাজপরিবারের সদস্য।

রাজস্থান

রাজস্থান থেকে বিজেপি রাজপরিবারের দুই সদস্যকে টিকিট দিয়েছে। ঝালাওয়ার বারান লোকসভা আসন থেকে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ছেলে দুষ্যন্ত সিংকে প্রার্থী করেছে বিজেপি। বসুন্ধরা রাজে গোয়ালিয়রের প্রাক্তন সিন্ধিয়া রাজপরিবারের সদস্য, যিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে রয়েছেন। দুষ্যন্ত সিং চার বছর ধরে ঝালাওয়ার বারানের সাংসদ। তাঁর ঠাকুরমা বিজয়ারাজে সিন্ধিয়া ছিলেন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা। রাজসামন্দ লোকসভা আসন থেকে মহিমা সিংকে প্রার্থী করেছে বিজেপি। যিনি মেওয়ার রাজপরিবারের বধূ।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশের গুনা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন আরেক সিন্ধিয়া রাজবংশের সদস্য এবং কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ২০১৯ সালে, তিনি একই আসন থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং হেরেছিলেন। বর্তমানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাজ্যসভার সাংসদ।

কর্নাটক

কর্নাটকের মহীশূর লোকসভা আসন থেকে বর্তমান সাংসদ প্রতাপ সিমহার টিকিট বাতিল করেছে বিজেপি। দল এখান থেকে মহীশূরের প্রাক্তন রাজপরিবারের বংশধর যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ারকে টিকিট দিয়েছে।

উত্তরাখণ্ড

উত্তরাখণ্ডের তেহরি গাড়ওয়াল আসন থেকে বর্তমান সাংসদ এবং তৎকালীন তেহরি-গড়ওয়াল রাজ্যের রানী মালা রাজ্য লক্ষ্মী শাহকে (৭৩ বছর) টিকিট দিয়েছে বিজেপি। তিনি কাঠমান্ডুতে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালে তেহরি-গড়োয়ালের মহারাজা মনুজেন্দ্র শাহ সাহেব বাহাদুরকে বিয়ে করেন।

পঞ্জাব

পঞ্জাবের পাতিয়ালা লোকসভা আসন থেকে, বিজেপি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের স্ত্রী প্রনীত কৌরকে টিকিট দিয়েছে, যিনি পাতিয়ালার প্রাক্তন রাজপরিবারের অন্তর্গত। প্রনীত কৌর ১০৯৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেসের টিকিটে পাতিয়ালা আসনের প্রতিনিধিত্ব করেছিলেন।

পশ্চিমবঙ্গ

বাংলায় ‘রাজমাতা’/ ‘রানিমা’ অমৃতা রায়কে ময়দান কৃষ্ণনগর আসনের টিকিট দিয়েছে বিজেপি। তিনি রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের সদস্য়। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে মহুয়া মৈত্র দাঁড়িয়েছেন।

ত্রিপুরা

পূর্ব ত্রিপুরা লোকসভা আসন থেকে, বিজেপি ত্রিপুরার মাণিক্য রাজবংশের অন্তর্গত মহারানি কৃতি সিং দেববর্মাকে প্রার্থী করেছে। তাঁর স্বামী যোগেশ্বর রাজ সিং কংগ্রেস নেতা ছিলেন। তিনি তিপরা মোথা পার্টির নেতা প্রদ্যোৎ কিশোর মানিক্য দেববর্মার বোন এবং এটিই তাঁর প্রথম নির্বাচন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মহানগরীতে কালীপুজো: আলোকচিত্রীর ক্যামেরায়  

খবরঅনলাইন ডেস্ক: পঞ্জিকামতে সোমবার দুপুর ২টো ৫৭ মিনিট গতে শুরু হয়েছে অমাবস্যা, চলবে মঙ্গলবার...

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।

কালীপুজো-দীপাবলিতে আকাশ থাকবে পরিষ্কার, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

কালীপুজো ও দীপাবলিতে রাজ্যের আকাশ থাকবে পরিষ্কার, নেই বৃষ্টির সম্ভাবনা। তবে সপ্তাহান্তে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ঢাকার শাহজালাল বিমানবন্দরের ভয়াবহ আগুনে পুড়েছে প্রায় ২ হাজার কোটি টাকার পণ্য, পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল প্রায় ২ হাজার কোটি টাকার পণ্য। তৈরি পোশাকের স্যাম্পল, ওষুধের কাঁচামাল, কৃষিপণ্যসহ বহু রপ্তানিযোগ্য সামগ্রী ছাই হয়ে গেছে। অন্তত এক মাস রপ্তানি প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার আশঙ্কা, পথে বসেছেন বহু ব্যবসায়ী।

আরও পড়ুন

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।