Homeশিল্প-বাণিজ্যগণ অসুস্থতাজনিত ছুটি নেওয়ার জের, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০ কেবিন ক্রু ছাঁটাই

গণ অসুস্থতাজনিত ছুটি নেওয়ার জের, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০ কেবিন ক্রু ছাঁটাই

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: অন্তত ৩০ জন কেবিন ক্রুকে ছাঁটাই করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই বিমানসংস্থার প্রায় তিনশো কর্মী অসুস্থতাজনিত ছুটি (সিক লিভ) নেওয়ার এক দিন পরেই এই পদক্ষেপ করা হল। বিমানসংস্থার সূত্রে বলা হয়েছে, যাঁরা অসুস্থতাজনিত ছুটি নিয়েছিলেন, তাঁদের মোবাইল ফোনও বন্ধ ছিল।

আপাতত ৩০ জনকে ছাঁটাই করা হলেও এই সংখ্যা আরও বাড়তে পারে। কর্মীদের অসুস্থতাজনিত ছুটি নেওয়ার বিষয়টি নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির টাউন হলে কর্তৃপক্ষ কেবিন ক্রুদের সঙ্গে একটি সভায় বসতে পারেন।

৩০০ কর্মীর অসুস্থতাজনিত ছুটির কারণে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান পরিষেবা ব্যাপক ভাবে ব্যাহত হয়। বুধবার ৭০টি উড়ান বাতিল করা হয়।

এয়ার ইন্ডিয়ার একটি সাবসিডিয়ারি সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই বিমানসংস্থা টাটা গোষ্ঠীর মালিকানাধীন। কর্মীদের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তাঁরা বিমানসংস্থা কর্তৃপক্ষের নতুন নিয়োগবিধির প্রতিবাদ জানাচ্ছেন। কেবিন ক্রুদের তরফে অভিযোগ করা হয়েছে, কর্মীদের প্রতি আচরণের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে, সমতার অভাব রয়েছে। সিনিয়র পদে ইন্টারভিউ সাফল্যের সঙ্গে পেরিয়ে যাওয়ার পরেও বেশ কিছু কর্মীকে নিম্নস্তরের পদে যোগ দিতে বলা হচ্ছে। তাঁদের ক্ষতিপূরণের প্যাকেজেও সংশোধন করা হয়েছে বলে জানা গিয়েছে।

এআইএক্স কানেক্ট-এর (পূর্বতন এয়ার এশিয়া ইন্ডিয়া) সঙ্গে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মিশে যাওয়ার কথাবার্তা চলছে। তারই মাঝে সংস্থার কর্মীদের নিয়ে এই সব ঘটনা ঘটছে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে নিয়ে টাটা গোষ্ঠী এই ঝামেলায় জড়ানোর মাসখানেক আগে এই গোষ্ঠীর আর-একটি বিমানসংস্থা ভিস্তারাতেও ঝামেলা হয়েছিল। পাইলটদের পে-প্যাকেজে যে পরিবর্তন করা হয়েছিল, তার প্রতিবাদ করেছিলেন তাঁরা। ফলে ভিস্তারার উড়ান-পরিষেবা ব্যাহত হয়।

এ দিকে হঠাৎ করে উড়ান বাতিল হওয়ার জন্য সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এর জন্য ক্ষমা প্রার্থনা করে উড়ান বাতিল হওয়ার জন্য ‘চলাচলজনিত’ কারণ দেখানো হয়েছে।

আরও পড়ুন

আদানি-আম্বানির সঙ্গে চুক্তি করেছে কংগ্রেস: মোদী, তা হলে প্রধানমন্ত্রী সিবিআই-ইডি পাঠিয়ে দিন: রাহুল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।

কমিশনে ‘কোটি টাকার ক্ষতি’ নয়! ‘শেষ করপাস’ বিভ্রান্তি ভাঙলেন মিউচ্যুয়াল ফান্ড বিশেষজ্ঞ বরুণ বৈদ

“৩০ বছরে ৩ কোটি!”—এই ভাইরাল বিনিয়োগ প্রতিশ্রুতির অঙ্কে বড় ভুল আছে বলে জানালেন বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ বৈদ। তাঁর দাবি, কমিশনে কোটি টাকার ক্ষতি নয়, আসল বিপদ ইনফ্লেশন ও ট্যাক্সে। ‘শেষ করপাস’ বা Final Corpus-এর ভুল ব্যাখ্যাতেই তৈরি হচ্ছে বিভ্রান্তি।