Homeখবরদেশরাজকোটে বিনোদন পার্কে আগুন, ৪ শিশু-সহ ২৭ জন জীবন্ত দগ্ধ  

রাজকোটে বিনোদন পার্কে আগুন, ৪ শিশু-সহ ২৭ জন জীবন্ত দগ্ধ  

প্রকাশিত

রাজকোট (গুজরাত): শনিবার বিকেলে রাজকোটে একটি বিনোদন পার্কে আগুন লেগে অন্তত ২৭ জন পুড়ে মারা গিয়েছেন। এঁদের মধ্যে ৪ জন শিশু। বেশির ভাগ মানুষই এমন ভাবে পুড়ে গিয়েছেন যে তাঁদের শনাক্ত করাই সম্ভব হচ্ছে না। দমকল ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনার পর পোড়া দেহগুলি উদ্ধার করা হয়।

বিকেল সাড়ে ৪টে নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। খবর পেয়েই দমকল বাহিনী ছুটে যায়। সংশ্লিষ্ট আধিকারিকরাও ঘটনাস্থলে যান। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়। তবে গম্বুজটি এমন ভাবে ভেঙে পড়েছিল, আগুন নেভাতে বেশ কষ্ট হচ্ছিল। শেষ পর্যন্ত চার ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে।

‘টিআরপি গেমিং জোন’ নামে খ্যাত এই বিনোদন পার্কটি বেশ জনপ্রিয়। সপ্তাহান্তের দিনটি একটু আনন্দ করে কাটানোর জন্য শনিবার বহু পরিবার সেখানে জড়ো হয়েছিলেন। এই গেমিং জোন মূলত একটি বিনোদন পার্ক। এখানে নানা ধরনের খেলাধূলার ব্যবস্থা আছে। আছে খাওয়াদাওয়ারও ব্যবস্থা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোলাকার গম্বুজের মতো একটি কাঠামোয় প্রথমে আগুন লাগে। সেই জ্বলন্ত কাঠামো ভেঙে পড়লে তার তলায় যাঁরা ছিলেন, তাঁরা আটকা পড়েন। শেষ পর্যন্ত তাঁরাই বিধ্বংসী আগুনের বলি হন।

পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসিপি) বিনায়ক পটেল বলেন, “দেহগুলি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। তাঁদের শনাক্ত করা খুব কষ্টকর হচ্ছে।” পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) সুধীর দেশাই জানান, ২৪টি দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। “এঁদের মধ্যে কত জন শিশু আর কত জন বয়স্ক, তা খতিয়ে দেখা হচ্ছে।”

পরে সংবাদ সংস্থা পিটিআই জানায়, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭। এদের মধ্যে অন্তত ৪ জন শিশু রয়েছে, যাদের বয়স ১২ বছরের কম। ঘটনা নিয়ে তদন্ত করার জন্য প্রশাসন একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

আরও পড়ুন

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।