Homeখবরদেশবিধানসভায় অরুণাচলে বিজেপির স্বস্তির জয়, সিকিমে জিতল শাসকদলই

বিধানসভায় অরুণাচলে বিজেপির স্বস্তির জয়, সিকিমে জিতল শাসকদলই

প্রকাশিত

হিমালয়লের রাজ্যে সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন দলগুলি বিপুল জয় পেল। আজ রবিবার ভোট গণনার পর সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং ওরফে পিএস গোলের দল সিকিম ক্রান্তিকারী মোর্চা এসকেএম ও অরুণাচল প্রদেশের বিজেপি আরামদায়ক জয় পেয়েছে।

অরুণাচল প্রদেশে ৬০টির মধ্যে ১০টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ৫০টি আসনের জন্য ভোট গণনা করা হয়। বিজেপি ৪৬টি আসনেই জয়লাভ করে। বিজেপির সঙ্গী কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) পাঁচটি আসনে জয়লাভ করেছে। এর ফলে রাজ্য তৃতীয়বার ক্ষমতায় এল বিজেপি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অরুণাচল প্রদেশে বিজেপির জয়কে স্বাগত জানিয়েছেন। তিনি টুইটারে লেখেন, “ধন্যবাদ অরুণাচল প্রদেশ! এই চমৎকার রাজ্যের জনগণ উন্নয়নের রাজনীতিতে স্পষ্ট সমর্থন দিয়েছেন। আবারও আমাদের উপর আস্থা রাখার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের দল রাজ্যের উন্নতির জন্য আরও বেশি উদ্যম নিয়ে কাজ করে যাবে।” তিনি বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা করেছেন।

বর্তমান মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ফলাফলের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটি কেন্দ্রের বিপুল সমর্থন নিয়ে ১০ বছরের উন্নয়নের ম্যান্ডেট। আপনারা সবাই জানেন অরুণাচল প্রদেশ হল উদীয়মান সূর্যের দেশ। বিজেপির জয় এখানে দেখাচ্ছে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন।”

অরুণাচল প্রদেশে কংগ্রেস একটি আসনে জয়লাভ করেছে, এনসিপি তিনটি এবং পিপলস পার্টি অব অরুণাচল দুটি আসনে জয়ী হয়েছে। তিনটি আসনে নির্দল প্রার্থীরা জয়লাভ করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে আছেন মুখ্যমন্ত্রী পেমা খান্দু ও উপ-মুখ্যমন্ত্রী চোনা মেইন।

২০১৯ সালের বিধানসভা নির্বাচনে, জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ সাতটি আসন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) পাঁচটি, কংগ্রেস চারটি এবং পিপলস পার্টি অব অরুণাচল (পিপিএ) একটি আসনে জয়লাভ করেছিল। এছাড়া দুটি আসনে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছিল।

সিকিমে ২০১৯ সালের নির্বাচনে এসকেএম এসডিএফের ২৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ১৭টি আসনে জয়ী হয়েছিল, যেখানে পবন চামলিংয়ের দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ) ১৫টি আসনে জয়লাভ করেছিল। ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ পদ্ধতিতে এসডিএফ বেশী ভোট পেলেও এসকেএম ক্ষমতায় আসে।

সিকিমের এবারের বিধানসভা নির্বাচনে ৭৯ শতাংশ এবং অরুণাচল প্রদেশে ৮২.৭ শতাংশ ভোটদানের হার রেকর্ড হয়েছে। সিকিমের একমাত্র লোকসভা আসন এবং অরুণাচল প্রদেশের দুটি আসনের ভোট গণনা ৪ জুন হবে।

অরুণাচলের জয় নিয়ে মন্ত্রী কিরণ রিজিজুর প্রতিক্রিয়া

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।