Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: নেপালকে ৬ উইকেটে হারাল নেদারল্যান্ডস

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: নেপালকে ৬ উইকেটে হারাল নেদারল্যান্ডস

প্রকাশিত

নেপাল: ১০৬ (১৯.২ ওভার) (রোহিত পাউদেল ৩৫, লোগান ফান বিক ৩-১৮, টিম প্রিঙ্গল ৩-২০)

নেদারল্যান্ডস: ১০৯-৪ (১৮.৪ ওভারে) (ম্যাক্স ও’ডওড ৫৪ নট আউট, বিক্রমজিৎ সিং ২২, দীপেন্দ্র সিং আইরি ১-৬)

খবর অনলাইন ডেস্ক: ২০২৪-এর আইসিসি টি২০ বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-এর ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারাল নেদারল্যান্ডস। নেপাল প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে ১০৬ করে অল আউট হয়ে যায়। জবাবে নেদারল্যান্ডস ৮ বল বাকি থাকতেই ৮ উইকেট হারিয়ে ১০৯ রানে পৌঁছে যায়। ৬ উইকেটে জিতে যায় নেদারল্যান্ডস। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন নেদারল্যান্ডসের ম্যাক্স টিম প্রিঙ্গল।     

মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯টায় (স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়) ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে নেপালকে ব্যাট করতে পাঠায় নেদারল্যান্ডস। প্রথমে ব্যাৎ করার কোনো ফায়দা তুলতে পারেনি নেপাল। প্রতিপক্ষ ডাচদের বোলারদের সেভাবে মোকাবিলা করতে পারেনি নেপাল।

সহজেই গুটিয়ে গেল নেপাল

নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে নেপালের। সবচেয়ে বেশি রান ওঠে তৃতীয় উইকেটের জুটিতে ২৫ রান। ১৫ রানের মধ্যে ২ উইকেট পড়ে যাওয়ার পর দলের অধিনায়ক রোহিত পাউদেল পরিস্থিতি কিছুটা সামাল দেন। অনিল শাহকে সঙ্গী করে তিনি দলের রান নিয়ে যান ৪০-এ। ১২ বলে ১১ রান করে অনিল আউট হন। তাঁকে তুলে নেন টিম প্রিঙ্গল। রোহিত ক্রিজে থাকতে থাকতেই ও প্রান্তে ৪টি উইকেট পড়ে যায়।

দলের ৮৪ রানের মাথায় রোহিত আউট হওয়ার পর উইকেট পতন কিছুটা ঠেকিয়ে রাখেন গুলশন ঝা এবং করণ কেসি। কিন্তু এঁরা অষ্টম উইকেটে ২২ রান যোগ করার পর দলের ১০৬ রানে দলের বাকি সব উইকেট পড়ে যায়। প্রথম আউট হন করণ কেসি (১২ বলে ১৭ রান), তাঁর পরে গুলশন ঝা (১৫ বলে ১৪) শেষে অবিনাশ বহরা (১ বলে ১ রান)। লোগান ফান বিক এবং টিম প্রিঙ্গল ৩টি উইকেট নিলেও প্রিঙ্গলের ইকোনমি রেট তুলনামূলকভাবে ভালো।

৮ বল বাকি থাকতেই জয়

জয়ের জন্য ডাচদের দরকার ছিল ১০৭ রান। ৩ রানে প্রথম উইকেট পড়ার পর তাঁরা পরিস্থিতি সামলে দেন ম্যাক্স ও’ডওড এবং বিক্রমজিৎ সিং। দলের ৪৩ রানের মাথায় বিক্রমজিৎ (২৮ বলে ২২ রান) আউট হতে ম্যাক্সের সঙ্গী হন সিব্রান্ড এঙ্গেলব্রেশ্‌ট। তাঁরা দু’জনে দলের রান পৌঁছে দেন ৭১-এ।

১৬ বলে ১২ রান করে আউট হন এঙ্গেলব্রেশ্‌ট। এর পর চতুর্থ উইকেটের জুটিতে মাত্র ৯ রান যোগ হওয়ার পর ম্যাক্সের সঙ্গী হন বাস ডে লিডে। ম্যাক্স এবং লিডে অবিচ্ছেদ্য থেকে ৮ বল বাকি থাকতেই দলকে জয়ে পৌঁছে দেন। দলের ওপেনার ম্যাক্স ৪৮ বলে ৫৪ রান করে নট আউট থাকেন।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: বৃষ্টির জন্য ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচ পরিত্যক্ত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।