Homeপ্রযুক্তিইন্টারনেট আশীর্বাদ না অভিশাপ, প্রথম সংযোগ পেয়ে দিশাহারা আমাজন জঙ্গলের উপজাতিরা 

ইন্টারনেট আশীর্বাদ না অভিশাপ, প্রথম সংযোগ পেয়ে দিশাহারা আমাজন জঙ্গলের উপজাতিরা 

প্রকাশিত

আমাজনের ঘন জঙ্গলে, মারুবো উপজাতি ইন্টারনেটের সংযোগ পেয়েছে। ইলন মাস্কের স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট এই সংযোগ প্রদান করেছে। গত বছরের সেপ্টেম্বরে ব্রাজিলে পরিষেবাটি চালু হয়। তবে এই ইন্টারনেট সংযোগ উপজাতিদের কাছে আর্শীবাদ না অভিশাপ হয়ে এসেছে, তা নিয়েই ধন্দে পড়েছেন তারা। 

৭৩ বছর বয়সী টসাইনামা মারুবো নিউইয়র্ক টাইমসকে বলেন, “যখন এটি এল, সবাই খুশি হয়েছিল।” ইন্টারনেটের মাধ্যমে ভিডিও চ্যাট ও জরুরি সাহায্য পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, “কিন্তু এখন, পরিস্থিতি খারাপ হয়ে গেছে।”

তরুণরা ইন্টারনেটের কারণে অলস হয়ে পড়ছে। তারা শ্বেতাঙ্গদের আদব-কায়দা এবং তাদের জীবন ধারণের পথ শেখার চেষ্টা করছে। তবে টসাইনামার আবেদন, “কিন্তু দয়া করে আমাদের ইন্টারনেট কেড়ে নেবেন না।”

উপজাতির কাছে এখন প্রধান দ্বন্দ্ব – ইন্টারনেটের ব্যবহার এবং এর প্রভাব। তরুণরা এখন তাদের ফোনে আসক্ত। তারা বন্ধুদের সঙ্গে চ্যাট করছে, স্ক্রিনে আটকে আছে এবং পর্নোগ্রাফি ও ভুল তথ্য দেখছে।

মারুবো গ্রামের সংঘের নেতা আলফ্রেডো মারুবো ইন্টারনেটের সংযোগ চালুর সমালোচনা করেছেন। তিনি পর্নোগ্রাফি নিয়ে উদ্বিগ্ন। যুবকরা গ্রুপ চ্যাটে স্পষ্ট ভিডিও শেয়ার করছে। তিনি বলেন, “আমরা উদ্বিগ্ন, যুবকরা যে ভাবে ইন্টারনেটের ব্যবহার করছে, তা দেখে।”

কিছু নেতা ইতিমধ্যেই যুবকদের মধ্যে আক্রমণাত্মক যৌন আচরণ লক্ষ্য করেছেন। কিছু পিতা-মাতা খুশি যে তাদের সন্তানরা শিক্ষা পাচ্ছে, তবে তাদের উদ্বেগ ইন্টারনেটের ক্ষতিকর দিকগুলি নিয়ে।

অ্যান্টেনাগুলি আমেরিকান উদ্যোক্তা এলিসন রেনিও প্রদান করেছেন। ইন্টারনেট জরুরি সময়ে দ্রুত যোগাযোগে সাহায্য করছে। এটি সম্ভাব্য মারাত্মক সাপের কামড়ের ক্ষেত্রে রোগীর দ্রুত চিকিৎসা ব্যবস্থা করতেও গুরুত্বপূর্ণ হয়েছে।

উপজাতির এক সদস্য বলেন, “ইন্টারনেট ইতিমধ্যে জীবন বাঁচিয়েছে।” আরেক সদস্য বলেন, “ইন্টারনেট আমাদের জনগণকে নতুন স্বাধীনতা দিতে পারে। আমরা নিজেদেরকে জানাতে এবং নিজেদের গল্প বলতে পারি।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।