Homeখেলাধুলোফুটবলফিফা বিশ্বকাপ কোয়ালিফাইং পর্ব: ভারত-কুয়েত ম্যাচ গোলশূন্য, অবসর নিলেন সুনীল ছেত্রী

ফিফা বিশ্বকাপ কোয়ালিফাইং পর্ব: ভারত-কুয়েত ম্যাচ গোলশূন্য, অবসর নিলেন সুনীল ছেত্রী

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: দু’ দশকের উজ্জ্বল ক্রীড়াজীবনে ইতি টেনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন সুনীল ছেত্রী। কিন্তু অবসরের দিনটা তেমন সুখের হল না।

সুনীল যে দিন অবসরের কথা ঘোষণা করেন, সে দিন জানিয়েছিলেন ফিফা বিশ্বকাপ কোয়ালিফাইং পর্বে কুয়েতের বিরুদ্ধে ম্যাচটাই হবে তাঁর শেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। বৃহস্পতিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত সেই ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হল।

একটাও গোল হল না  

প্রথমার্ধে গোল করার বেশ কিছু সুযোগ নষ্ট করে ভারত। সবচেয়ে সহজ সুযোগটা পেয়েছিলেন আনোয়ার আলি। ম্যাচের ১১ মিনিটে কর্নার পায় ভারত। কর্নার কিক নেন অনিরুদ্ধ থাপা। বল চলে যায় আনোয়ারের কাছে। আনোয়ার ফাঁকায় দাঁড়িয়েছিলেন। কেউ বাধা দেওয়ার ছিল না। তিনি গোল লক্ষ্য করে হেড করেন। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। সহজ সুযোগ নষ্ট করেন আনোয়ার।

দ্বিতীয়ার্ধে খেলাটা পানসে হয়ে যায়। অচলাবস্থা ভাঙার তেমন কোনো জোরদার চেষ্টা কোনো পক্ষ থেকেই হয়নি। নির্ধারিত সময়ের ৯০ মিনিটের পর ৬ মিনিট অতিরিক্ত সময় খেলানো হয়। কিন্তু ফল একই থাকে, গোলশূন্য। ফিফা বিশ্বকাপ কোয়ালিফাইং পর্বের দ্বিতীয় রাউন্ডে ভারতের পরবর্তী তথা শেষ খেলা কাতারের সঙ্গে তাদের ঘরের মাঠে। ভারতকে আরও এগোতে হলে এই ম্যাচ জিততেই হবে।

নমস্কার করে বিদায় সুনীলের

এ দিনের ম্যাচ শেষে সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন। স্টেডিয়ামে সমবেত দর্শকদের উদ্দেশে নমস্কার করে বিদায় নিলেন সুনীল। সাড়া স্টেডিয়ামে চিৎকার করে তাঁর নামে জয়ধ্বনি করল। চোখের জলে চাসলেন সুনীল।

আন্তর্জাতিক ফুটবলের আসরে ১৫১টা ম্যাচে সুনীল গোল করেছেন ৯৪টা। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল করার নিরিখে তাঁর স্থান তৃতীয় – ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির পরেই।

আরও পড়ুন

অবসর নিলেন সুনীল ছেত্রী, ৬ জুন কলকাতায় ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।