Homeখবরকলকাতামানিকতলা উপনির্বাচন: সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী বাছলেন মমতা

মানিকতলা উপনির্বাচন: সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী বাছলেন মমতা

প্রকাশিত

প্রয়াত নেতা সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই মানিকতলা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে একটি বৈঠকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ও সুপ্তি পাণ্ডেকে নিয়ে বৈঠক করেন মমতা।

আনন্দবাজার অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই বৈঠকে মমতা ইঙ্গিত দিয়েছেন যে আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য মানিকতলা উপনির্বাচনে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেই প্রার্থী হচ্ছেন। তবে এখনো তৃণমূলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সুপ্তি শুধু প্রয়াত সাধনের স্ত্রী নন, তিনি মমতার সহপাঠীও ছিলেন। এর আগে শোনা যাচ্ছিল, সাধনের কেন্দ্রে তাঁর মেয়ে শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করতে পারে তৃণমূল। কিন্তু দলেরই একটি বড় অংশের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। এছাড়া সম্প্রতি উল্টোডাঙা আবাসনে ডিজে তাণ্ডবের ঘটনায় শ্রেয়ার নাম জড়িয়ে পড়ায় মমতা সেই বিষয়ে অসন্তুষ্ট ছিলেন।

সোমবার মমতা কুণাল ও অতীনদের নিয়ে নবান্নে একটি বৈঠক করেন যেখানে মূলত মানিকতলা কেন্দ্র নিয়ে আলোচনা হয়। বৈঠকে মমতা জানান, প্রার্থী তিনি স্থির করে ফেলেছেন। মঙ্গলবার আরও বড় আকারে বৈঠক করেন তিনি। নবান্নে মানিকতলা বিধানসভা এলাকার পুরসভার কাউন্সিলরদেরও ডেকে পাঠানো হয়। মঙ্গলবারের বৈঠকে মমতা স্পষ্ট জানিয়ে দেন, দলের প্রার্থীকে জেতাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কেউ যেন ব্যক্তিগত পছন্দ-অপছন্দে প্রভাবিত না হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহার ভোট ২০২৫: ফের ক্ষমতায় এনডিএ! বলছে সব বুথ ফেরত সমীক্ষা, প্রভাব নেই পিকে-র পার্টির

বিহার বিধানসভা নির্বাচনের এক্সিট পোলগুলিতে এনডিএর স্পষ্ট অগ্রগতি। নীতীশ কুমারের নেতৃত্বে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি–জেডিইউ জোট। মহাজোট পিছিয়ে, প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি প্রভাব ফেলতে ব্যর্থ।

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”

এআই প্রযুক্তির সাহায্যে ফুসফুসের সমস্যায় ভোগা ৭১ বছরের রোগী প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

বেঙ্গালুরুতে ৭১ বছরের এক ফুসফুস রোগীর প্রাণ রক্ষা পেল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে। এআই নির্ভর থ্রি-ডি নেভিগেশনাল ইমেজিং সিস্টেমে জটিল ফুসফুস বায়োপসি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন চিকিৎসকরা।

IRCTC আপডেট: সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেবল আধার-ভেরিফায়েড যাত্রীরাই টিকিট বুকিং করতে পারবেন

IRCTC-র নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ২৮ অক্টোবর থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রিজার্ভ টিকিট বুক করতে পারবেন শুধুমাত্র আধার-অথেন্টিকেটেড যাত্রীরা। তৎকাল টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক।

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।