Homeশিক্ষা ও কেরিয়ারএবার বাতিল সিএসআইআর ইউজিসি নেট, ফের কবে পরীক্ষা জানতে নজর রাখবেন কোথায়?

এবার বাতিল সিএসআইআর ইউজিসি নেট, ফের কবে পরীক্ষা জানতে নজর রাখবেন কোথায়?

প্রকাশিত

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জড়িয়ে এবার স্থগিত করা হল বিজ্ঞান বিষয়ক গবেষণার প্রবেশিকা সিএসআইআর ইউজিসি নেট। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জাতীয় টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে, অনিবার্য কারণবশত এই পরীক্ষা স্থগিত করতে তারা বাধ্য হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের বিতর্ক এড়াতেই কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

এনটিএ-র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৫ এবং ২৭ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এখন এই পরীক্ষার পরবর্তী দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। পরীক্ষার্থীদের ওয়েবসাইট www.csir.nta.ac.in –এ নজর রাখতে বলা হয়েছে।

এর আগে, ১৮ জুন দেশে জুড়ে দুটি অর্ধে ইউজিসি নেট পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে নয় লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। কিন্তু পরীক্ষার স্বচ্ছতা নিয়ে সমস্যা ধরা পড়ায়, পরের দিন ১৯ জুন কেন্দ্রীয় সরকার ঘোষণা করে পরীক্ষাটি বাতিল করা হচ্ছে। এ বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে শিক্ষা মন্ত্রক। সরকারের এই সিদ্ধান্তে দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। বিরক্ত ছাত্রছাত্রীরাও। পরবর্তী পরীক্ষার দিন জানানো হবে বলে জানিয়েছে সরকার।

পরীক্ষার একদিন আগেই নেট প্রশ্নপত্র ফাঁস হয়েছিল কী ভাবে? বিস্ফোরক তথ্য উদ্ধার করল সিবিআই

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা (নিট)-এর ফল প্রকাশের পরেও দুর্নীতির অভিযোগ ওঠে। মোট পরীক্ষার্থীদের মধ্যে ৬৭ জন ওই পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। তাঁদের মধ্যে অনেকে একই পরীক্ষাকেন্দ্রের। বিহারে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ধরপাকড়ও শুরু হয়েছে। যদিও সুপ্রিম কোর্ট এখনও কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ দেয়নি।

এই সব বিতর্কের মাঝেই ফের আরও এক সর্বভারতীয় পরীক্ষা স্থগিত করল এনটিএ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নিয়ম অনুযায়ী, দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, লেকচারারশিপ এবং সহকারী অধ্যাপক হিসেবে কাজ করার যোগ্যতা নির্ধারণের জন্য সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হয়।

এই প্রশ্নপত্র ফাঁসের বিতর্ক এবং এর ফলে বিভিন্ন পরীক্ষার স্থগিতাদেশ শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবক এবং শিক্ষাবিদরা দ্রুত সমস্যার সমাধান চাচ্ছেন। এর ফলাফল কীভাবে হবে, তা দেখার জন্য দেশের ছাত্রসমাজ এবং শিক্ষাব্যবস্থা বর্তমানে প্রতীক্ষায় রয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।