Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: ম্যাচ গোলশূন্য, গ্রুপ ডি-র শীর্ষে থাকল ফ্রান্স ও নেদারল্যান্ডস

ইউরো কাপ ২০২৪: ম্যাচ গোলশূন্য, গ্রুপ ডি-র শীর্ষে থাকল ফ্রান্স ও নেদারল্যান্ডস

প্রকাশিত

ফ্রান্স: ০ নেদারল্যান্ডস: ০

খবর অনলাইন ডেস্ক: এবারের ইউরো কাপের প্রথম ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হল। শুক্রবার লাইপৎসিগ স্টেডিয়ামে আয়োজিত ফ্রান্স বনাম নেদারল্যান্ডস ম্যাচে কোনো পক্ষই কোনো গোল করতে পারেনি। নেদারল্যান্ডসের জাভি সাইমনস গোল করছিলেন, তবে তা অফসাইডের জন্য বাতিল হয়।

গ্রুপ ডি-র অবস্থা

ফ্রান্স বনাম নেদারল্যান্ডস ম্যাচের পর গ্রুপ ‘ডি’-র প্রতিটি দলেরই ২টি করে খেলা হয়ে গেল। ফ্রান্স এবং নেদারল্যান্ডস, উভয়েই ২টি করে ম্যাচ খেলে ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে। ২টি ম্যাচ থেকে অস্ট্রিয়ার সংগ্রহ ৩ পয়েন্ট এবং পোল্যান্ডের ঝুলিতে কোনো পয়েন্ট নেই। মঙ্গলবার গ্রুপের চূড়ান্ত খেলা। সে দিন ফ্রান্স মুখোমুখি হবে পোল্যান্ডের এবং নেদারল্যান্ডসের খেলা অস্ট্রিয়ার সঙ্গে।

রিজার্ভ বেঞ্চে এমবাপ্পে  

ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে সারাক্ষণ রিজার্ভ বেঞ্চে বসে থাকলেন। গত সোমবার অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলায় কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষ হওয়ার পরে তিনি নাকে আঘাত পান। রক্তারক্তি কাণ্ড হয়। এমবাপ্পে ভালোই চোট পান। সেই থেকে তাঁকে নিয়ে চিন্তায় ফ্রান্স। ডাক্তাররা জানিয়েছেন, অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে পুরো টুর্নামেন্ট তাঁকে মাস্ক পরে থাকতে হবে।

এমবাপ্পেকে বিশ্রামে রেখে ফ্রান্সের কোচ দিদিয়ার দেসচ্যাম্প এ দিন অরলিয়েঁ চাউমেনিকে খেলান। দলে শুধু একটাই পরিবর্তন করা হয়।

সব চেষ্টাই ব্যর্থ

এ দিন দু’ পক্ষই গোল করার সুযোগ পেয়েছিল, কিন্তু কাজের কাজ হয়নি। ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নেদারল্যান্ডস গোল করার সুযোগ পায়। বল পেয়ে ডিপে অনেকটা দৌড়ে যান এবং থ্রু বাড়ান ফ্রিমপং-কে। ফ্রিমপং কিছুটা দৌড়ে গিয়ে ডান দিক থেকে যে শট নেন, ফ্রান্সের গোলকিপার তা কর্নারের বিনিময়ে বাঁচান।

ম্যাচের ১৪ মিনিটে গোল করার সুযোগ পায় ফ্রান্স। বক্সের মধ্যে বল পেয়ে গোল করার যথেষ্ট সময় পেয়েছিলেন রাবিয়ত। কিন্তু তা না করে তিনি বল পাস করে দেন গ্রিজমানকে। কিন্তু গ্রিজমান এই অপ্রত্যাশিত পাসের জন্য প্রস্তুত ছিলেন না। তিনি বল মিস করেন। বল চলে যায় কান্তের কাছে। কান্তে স্কোয়ার পাস বাড়ান গ্রিজমানকে। কিন্তু গ্রিজমানের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে সুবর্ণ সুযোগ মিস করে ফ্রান্স। মাঝমাঠ থেকে উঠে এসে চাউমেনি পাস বাড়ান থুরামকে। থুরাম ব্যাকহিল করে বল দেন ডেমবেলেকে। ডেমবেলে বল দেন কান্তেকে, কান্তে পাস বাড়ান গ্রিজমানকে। নেদারল্যান্ডসের গোল থেকে কয়েক ফুট আগে ফাঁকায় ছিলেন গ্রিজমান। কিন্তু তিনি যে শট নেন তা বাঁচিয়ে দেন নেদারল্যান্ডসের গোলকিপার ভারব্রুগেন।

৪ মিনিট পরেই গোল করে বসেন যান নেদারল্যান্ডসের জাভি সাইমনস। কিন্তু ফ্রান্সের গোলকিপারকে ব্লক করে ডামফ্রিস অফসাইডে ছিলেন। তাই রেফারি গোল বাতিল করেন। শেষ পর্যন্ত গোলশূন্য ভাবেই শেষ হয় এই ম্যাচ।

আরও পড়ুন   

ইউরো কাপ ২০২৪: পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ ১৬-য় যাওয়ার আশা উজ্জ্বল হল অস্ট্রিয়ার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অতিরিক্ত লঙ্কা খাওয়ায় ক্যানসারের ঝুঁকি! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ঝাল খাবার খেতে ভালোবাসেন? সাবধান! নতুন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লঙ্কা খেলে পাকস্থলী, কোলোন ও খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে সীমিত পরিমাণে খেলে লঙ্কা শরীরের পক্ষে উপকারী।

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...