Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: জর্ডানের হ্যাটট্রিক, বাটলারের ব্যাটিং-ঝড়, মার্কিন যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে সেমিফাইনালে...

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: জর্ডানের হ্যাটট্রিক, বাটলারের ব্যাটিং-ঝড়, মার্কিন যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে সেমিফাইনালে ইংল্যান্ড  

প্রকাশিত

মার্কিন যুক্তরাষ্ট্র: ১১৫ (নীতীশ কুমার ৩০, কোরে অ্যান্ডারসন ২৯, খ্রিস জর্ডান ৪-১০, আদিল রশিদ ২-১৩)

ইংল্যান্ড: ১১৭-০ (জোস বাটলার ৮৩ নট আউট, ফিল সল্ট ২৫ নট আউট)

খবর অনলাইন ডেস্ক: অঙ্কের হিসাবটা বোধহয় মাথায় রেখেছিল ইংল্যান্ড। এবারের টি২০ বিশ্বকাপে গ্রুপ ‘২’-এ প্রতিযোগী দলগুলির অবস্থান এমন যে সেমিফাইনালে যেতে হল নেট রানরেট একটা বড়ো ফ্যাক্টর হিসাবে কাজ করবে। সেটা মাথায় রেখেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ১১৫ রানে গুঁড়িয়ে দিয়ে ইংল্যান্ড জয়ে পৌঁছে গেল নিজেদের উইকেট অক্ষত রেখে। ১০ উইকেটে হারাল মার্কিন যুক্তরাষ্ট্রকে। এই জয়ের পথে দু’জনের অবদান ভোলার নয়। একজন, ইংল্যান্ডের খ্রিস জর্ডান যিনি হ্যাটট্রিক-সহ ৪ উইকেট নিলেন। আর দ্বিতীয় জন ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার, যিনি ২১৮.৪২ স্ট্রাইক রেটে নট আউট থেকে ৩৮ বলে ৮৩ রান করলেন। ইংল্যান্ডের জয়ের ভিত গড়ে দেওয়ার জন্য আদিল রশিদ (১৩ রানে ২ উইকেট) পেলেন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’।

নেট রানরেটের হিসাবে ইংল্যান্ড সেমিতে  

আপাতত ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে ইংল্যান্ড। কিন্তু তাদের রানরেট ১.৯৯২। আপাতত সাউথ আফ্রিকা ২টি ম্যাচ থেকে ৪ পয়েণ্ট সংগ্রহ করেছে। তাঁদের রানরেট ০.৬২৫। আর ওয়েস্ট ইন্ডিজ ২টি ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের রানরেট ১.৮১৪। খেলা বাকি সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ। ওই খেলায় যদি সাউথ আফ্রিকা জেতে, তা হলে তারা চলে যাবে সেমিফাইনালে। আর যদি ওয়েস্ট ইন্ডিজ জেতে, তা হলে পয়েন্টের হিসাবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা এক জায়গায় থাকলেও নেট রানরেটে এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। সুতরাং সাউথ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজ যে-ই সেমিফাইনালে যাক না কেন, রবিবারের জয়ের পর ইংল্যান্ড সেমিফাইনালে চলে গেল।           

হ্যাটট্রিক করলেন খ্রিস জর্ডান (ডান দিকে)। ছবি ICC ‘X’ handle থেকে নেওয়া।

রবিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে আয়োজিত ম্যাচে ইংল্যান্ড টসে জিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ডের বোলিং-এর মোকাবিলাই করতে পারেননি মার্কিন ব্যাটাররা। সর্বোচ্চ রান নীতীশ কুমারের। তিনি ২৪ বলে ৩০ রান করে আদিল রশিদের বলে বোল্ড হন। ৩ জন মার্কিন ব্যাটার শূন্য রানে ঘরে ফিরেছেন। এই ৩ জনকেই প্যাভিলিয়নে ফেরান খ্রিস জর্ডান। তাঁর তৃতীয় ওভারের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে।

১১৫ রানেই পড়ল ৪টি উইকেট

নিয়মিত ব্যবধানে উইকেটে পড়েছে। একমাত্র দ্বিতীয় উইকেটে স্টেভেন টেলর এবং নীতীশ কুমার পরিস্থিতি সামলানোর কিছুটা চেষ্টা করেছিলেন। তাঁরা যোগ করেন ৩৪ রান। দলের ১১৫ রানের মাথায় ৪টি উইকেট পড়ে। প্রথমে আউট হন হরমিত সিং। তিনি ১৭ বলে ২১ রান করে স্যাম কুরানের বলে খ্রিস জর্ডানকে ক্যাচ দিয়ে আউট হন। এর পরের ওভার করতে আসেন খ্রিস জর্ডান। ওই ১১৫ রানের মাথায় তিনি একে একে ফিরিয়ে দেন আলি খান, নসথুস কেনিগে এবং সৌরভ নেত্রবলকরকে।

দায়িত্ব নিলেন অধিনায়ক বাটলার

জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে গিয়ে ইংল্যান্ড একটা বিষয় মাথায় রেখে দিয়েছিল, উইকেট পড়া চলবে না। ইংল্যান্ডের যে ব্যাটার সাধারণত মারমুখী থাকেন সেই ফিল সল্ট আজ ওপেন করতে নেমে নিজেকে কিছুটা গুটিয়ে রাখলেন। আর ঝোড়ো ব্যাটিং করে রান তোলার দায়িত্ব নিলেন অধিনায়ক বাটলার। শেষ পর্যন্ত দু’জনে অবিচ্ছেদ্য থেকে দলের রান পৌঁছে দিলেন ১১৭-য়, দলকে পৌঁছে দিলেন সেমিফাইনালে। সল্ট ২১ বলে ২৫ রান এবং বাটলার ৩৪ বলে ৮৩ রান করে অবিচ্ছেদ্য থাকলেন। বাটলারের ৮৩ রানে ছিল ৭টা ছয় আর ৬টা চার।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: বাংলাদেশকে হারিয়ে সুপার ৮-এ দ্বিতীয় জয়, সেমিফাইনালের পথে ভারত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।