Homeখবরকলকাতাকলকাতায় স্কুল বাস ও পুলকারে স্পিড লিমিটার ও প্যানিক বাটন বাধ্যতামূলক, রঙ...

কলকাতায় স্কুল বাস ও পুলকারে স্পিড লিমিটার ও প্যানিক বাটন বাধ্যতামূলক, রঙ নিয়েও বিশেষ নির্দেশ

প্রকাশিত

কলকাতা: স্কুলগামী শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, কলকাতার সকল স্কুল বাস ও পুলকারে গাড়ির অবস্থান ট্র্যাকিং ডিভাইস, প্যানিক বাটন এবং স্পিড লিমিটার বসাতে হবে। রাজ্য পরিবহন দফতর সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জানিয়েছে, স্কুলবাস ও পুলকারের সর্বাধিক গতি ৪০ কিমি/ঘণ্টা রাখতে হবে।

পরিবহন সচিব সৌমিত্র মোহন এই নির্দেশিকা জারি করেছেন। এতে বলা হয়েছে, “সমস্ত স্কুল বাসকে হলুদ রঙে রঙ করতে হবে এবং গাঢ় নীল রঙের একটি ব্যান্ড থাকতে হবে, যেখানে সাদা রঙে স্কুলের নাম লেখা থাকবে।”

স্কুল বাসের সামনের, পিছনের এবং পাশের অংশে বড় করে ‘SCHOOL BUS’ লিখতে হবে। এছাড়া, বাসের অভ্যন্তরে পর্যাপ্ত সাদা আলো রাখতে হবে যাতে বাইরের থেকে ভেতরের কার্যকলাপ দেখা যায়। স্কুল বাসে পর্দা বা ফিল্ম লাগানো কাচ ব্যবহার করা যাবে না।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, স্কুল বাসে যথাযথভাবে সুরক্ষিত স্কুল ব্যাগ রাখার স্থান থাকতে হবে, ফায়ার এক্সটিঙ্গুইশার এবং ফার্স্ট-এইড বক্স থাকতে হবে এবং প্রতিটি আসনে সিটবেল্ট সরবরাহ করতে হবে।

স্কুল কর্তৃপক্ষের যোগাযোগের বিবরণ, স্থানীয় পুলিশ স্টেশনের কন্ট্রোল রুমের নম্বর এবং চাইল্ড লাইন হেল্পলাইনের নম্বর বাসের ভেতরে ও বাইরে সুস্পষ্টভাবে প্রদর্শিত থাকবে।

কোনও নরম ছাদযুক্ত গাড়ি পুলকার হিসেবে ব্যবহার করা যাবে না এবং অনুমোদিত ক্ষমতার অতিরিক্ত আসন স্থাপন করা যাবে না।

এই নির্দেশিকা তৈরি করার সময় বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে – পরিবহন দফতর, স্কুল শিক্ষা দফতর, পুলিশ, স্কুল কর্তৃপক্ষ, বাস অপারেটর ও পুলকার অপারেটর, নাগরিক সমাজ সংস্থা, অভিভাবক ও ছাত্রছাত্রীরা।

এই নতুন নিয়মগুলি কার্যকর হলে স্কুলগামী শিশুদের যাতায়াতের নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ, সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ

রাষ্ট্রপুঞ্জে বক্তৃতার সময় বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের একাংশের অভিযোগ, তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে।

এশিয়া কাপ: পথুম নিসঙ্কের শতরান, অবিশ্বাস্য লড়াই শ্রীলঙ্কার, সুপার ওভারে জিতল ভারত

ভারত: ২০২-৫ (অভিষেক শর্মা ৬১, তিলক বর্মা ৪৯। সঞ্জু স্যামুসন ৩৯, চরিত অসলঙ্কা ১-১৮) শ্রীলঙ্কা:...

পুজোর আগে ডেঙ্গির থাবা, শহরের একাধিক বেসরকারি হাসপাতালে ভরতি রোগী

পুজোর আগে শহরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। একাধিক বেসরকারি হাসপাতালে একসঙ্গে ১০ থেকে ২০ জন রোগী ভরতি। প্লেটলেট কমে যাওয়া থেকে শুরু করে রক্তক্ষরণ পর্যন্ত গুরুতর উপসর্গ ধরা পড়ছে।

নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ, হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন ব্যারেটো

আগামী নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ৮ দলের লড়াইয়ে কোচ হিসেবে দেখা যেতে পারে ব্যারেটোকে। সহকারী হতে পারেন দীপক মণ্ডল, মেন্টর শিশির ঘোষ। বিদেশি ফুটবলারের উপস্থিতি ও ঝকঝকে সম্প্রচার পরিকল্পনায় জমজমাট টুর্নামেন্টের প্রস্তুতি।

আরও পড়ুন

পুজোর আগে ডেঙ্গির থাবা, শহরের একাধিক বেসরকারি হাসপাতালে ভরতি রোগী

পুজোর আগে শহরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। একাধিক বেসরকারি হাসপাতালে একসঙ্গে ১০ থেকে ২০ জন রোগী ভরতি। প্লেটলেট কমে যাওয়া থেকে শুরু করে রক্তক্ষরণ পর্যন্ত গুরুতর উপসর্গ ধরা পড়ছে।

পুজোর মুখে সুখবর, সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, বৈধতা বাড়ল ১০ বছর

পুজোর আগে বড় ঘোষণা কলকাতা মেট্রোর। সস্তা হচ্ছে স্মার্ট কার্ড, বৈধতা এক বছরের বদলে হবে ১০ বছর। জেনে নিন নতুন নিয়ম।

কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

বড় বাজেটের ঝলমলে পুজোর মাঝেও অনন্য উদ্যোগ। কলকাতার এক স্কুলের বাচ্চাদের দুর্গাপুজোয় এভারেডির তৈরি ব্যাটারিচালিত ‘আল্টিমা বাহন’।