Homeখবরদেশপ্রবল বর্ষণে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদের একাংশ, মৃত ১, আহত অন্তত...

প্রবল বর্ষণে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদের একাংশ, মৃত ১, আহত অন্তত ৬

প্রকাশিত

নয়া দিল্লি: প্রবল বর্ষণে ভেঙে পড়ল দিল্লির এক নম্বর বিমানবন্দরের টার্মিনালের ছাদের একাংশ। এই দুর্ঘটনায় কমপক্ষে ছয় জন আহত এবং এক জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি হয় শুক্রবার সকাল সাড়ে পাঁচটার দিকে।

দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ার কারণে বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। একটি গাড়ির ভিতরে এক ব্যক্তি আটকে পড়েন। তাঁকে উদ্ধারের চেষ্টার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োগুলির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

দিল্লির দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে আপাতত এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত বিমানের উড়ান স্থগিত রাখা হয়েছে এবং নিরাপত্তার কারণে ‘চেক-ইন’ কাউন্টারগুলিও বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার থেকেই দিল্লিতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে, যার ফলে রাজধানীর বিভিন্ন জায়গায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়েছে। মিন্টো রোড সহ বেশ কয়েকটি রাস্তায় এক কোমর জল জমেছে। এএনআইয়ের একটি ভিডিয়োতে মিন্টো রোডে গাড়ি ভেসে যেতে দেখা গিয়েছে।

গত কয়েক দিনে দিল্লির তাপমাত্রা ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছিল। তবে, বৃহস্পতিবারের বৃষ্টির কারণে তাপমাত্রা একধাক্কায় ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দিল্লিতে ৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দিল্লির প্রবল বর্ষণে তৈরি হওয়া এই বিপর্যয় জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ার দুর্ঘটনা এবং জল জমার কারণে রাজধানীর মানুষের ভোগান্তি বেড়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রশাসন দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

বিরোধীদের তোপ

এই ঘটনায় প্রধানমন্ত্রীকে নিশানা করেছে বিরোধীরা। চলতি বছরের মার্চে টাইর্মিনালে ভেঙে পড়া অংশের উদ্বোধন হয়। ১০ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে ১৫ টি বিমানবন্দরের প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যে প্রকল্পের ব্যয় ছিল ৯,৮০০ কোটি টাকা। এই প্রকল্পগুলির মধ্যে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত টার্মিনাল ১উদ্বোধন করা হয়। বিরোধীদের অভিযোগ, লোকসভা নির্বাচনের প্রচারের জন্য প্রধানমন্ত্রী মোদী ‘তাড়াতাড়ি করে’ একটি ‘অসম্পূর্ণ টার্মিনাল’ উদ্বোধন করেছেন।

প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করেছেন, “তাঁর নির্বাচনী প্রচারের অংশ হিসাবে ১১ মার্চ, ২০২৪-এ টার্মিনালটি উদ্বোধন করা হয়।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।