Homeবিজ্ঞানসুনীতা উইলিয়ামসরা মহাকাশ থেকে ফিরবেন কবে? এখনও নিশ্চিত নয় নাসা

সুনীতা উইলিয়ামসরা মহাকাশ থেকে ফিরবেন কবে? এখনও নিশ্চিত নয় নাসা

প্রকাশিত

নয়াদিল্লি: নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখনই ঘরে ফিরছেন না দুই মহাকাশচারী, সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। কবে ফিরবেন তাঁরা সে ব্যাপারের এখনও নিশ্চিত করে কিছু জানায়নি নাসা। নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ জানিয়েছেন, স্টারলাইনারের মিশনের সময়কাল ৪৫ দিন থেকে ৯০ দিন পর্যন্ত বাড়ানোর কথা ভাবা হচ্ছে।

স্টারলাইনারের সাথে সংযুক্ত হেলিয়াম লিক এবং থ্রাস্টার আউটেজের সমস্যা হয়েছিল। তা সত্ত্বেও স্টারলাইনার নিরাপদে মহাকাশচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

শুক্রবার এক ব্রিফিংয়ে স্টিচ বলেন, “আমরা কেবল সময়সীমা দেখছি এবং ডেটা পর্যালোচনা করছি।” তিনি আরও বলেন, “আমরা তাড়াহুড়ো করতে চাই না।”

বোয়িং এবং নাসা নিউ মেক্সিকোতে গ্রাউন্ড টেস্ট চালানোর পরিকল্পনা করেছে। স্টারলাইনারের থ্রাস্টার কেন ব্যর্থ হয়েছে তা বোঝার চেষ্টা করা হচ্ছে।

বোয়িংয়ের কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট মার্ক ন্যাপ্পি জানান, “নিউ মেক্সিকোর পরীক্ষা সব উত্তর দিলে, আমরা শুধু অনডক করব এবং বাড়ি ফিরব।”

কয়েক দিন আগে রাশিয়ার একটি কৃত্রিম উপগ্রহ ‘রিসার্স’ বিস্ফোরিত হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছাকাছি। বিস্ফোরণের ফলে উপগ্রহের শ’য়ে শ’য়ে ভাঙা টুকরো মহাকাশ স্টেশনের চারপাশে ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে মহাকাশ স্টেশনের বাসিন্দা সুনীতা উইলিয়ামস এবং অন্য মহাকাশচারীদের কোনও ভয় না থাকলেও তাঁরা স্টেশনের বাইরে বেরিয়ে মিশনের কাজ করতে পারছেন না।

এই ধরনের মিশনে মহাকাশচারীদের অনেক সময় মহাকাশ স্টেশনের বাইরে বেরিয়ে কোনও যন্ত্রাংশ ঠিক করা এবং নানা রকম পরীক্ষানিরীক্ষা করার পরিকল্পনা থাকে, যা ‘স্পেস ওয়াক’ নামে পরিচিত। দুর্ঘটনাটি যেদিন ঘটে, সেদিন সুনীতা এবং অন্যদেরও স্পেস ওয়াক করার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার পর ঝুঁকি এড়াতে তাঁদের দ্রুত মহাকাশ স্টেশনে আশ্রয় নিতে হয়। তারপর থেকে তাঁরা আর এই ধরনের কোনও মিশনে বেরোতে পারেননি। শুধু তাই নয়, সুনীতাদের ফেরার পথেও নানা বিপদ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সুনীতাদের ঘরে ফেরা মুলতবি করেছে নাসা।

উইলিয়ামস এবং উইলমোর ইতিমধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অন্যান্য ক্রুদের সঙ্গে যুক্ত হয়ে রুটিন কাজ চালিয়ে যাচ্ছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দেবীপক্ষেই নতুন জিএসটি চালু, জেনে নিন কীসের দাম কমছে, বাড়ছেই বা কোন পণ্যের

দুবাইয়ে সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল ভারত। ওপেনার অভিষেক শর্মা খেললেন ম্যাচ জেতানো ৭৪ রানের ইনিংস।

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন ‘দৃষ্টিকোণ’

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের থিম ‘দৃষ্টিকোণ’। শিল্পী বিমান সাহার সৃজনে রঙের বহুমাত্রিকতা ও দেবীর রঙিন রূপে সাজবে কলকাতার ঐতিহ্যবাহী এই পুজো।

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

আরও পড়ুন

H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়ম: কী বলল ভারত, প্রভাব কোথায় পড়বে?

আমেরিকার নতুন H1-B ভিসা নিয়ম নিয়ে ভারতের প্রতিক্রিয়া কী, এর প্রভাব পড়বে কোন খাতে, আর পরিবারগুলির জন্য কী জটিলতা তৈরি হতে পারে—জানুন বিস্তারিত এক্সপ্লেইনার রিপোর্টে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...