Homeখবররাজ্যরাজ্যে হঠাৎ বাড়ল পেট্রল-ডিজেলের দাম, কারণটা কী? কমার সম্ভাবনা আছে কি?

রাজ্যে হঠাৎ বাড়ল পেট্রল-ডিজেলের দাম, কারণটা কী? কমার সম্ভাবনা আছে কি?

প্রকাশিত

রাজ্যে আচমকা পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার খবর সামনে এসেছে। রবিবার রাতে সূত্রে জানা গেছে, কলকাতায় আইওসি-র পাম্পে পেট্রলের দাম লিটার প্রতি ১.০১ টাকা বেড়ে হয়েছে ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের দাম ১ টাকা বেড়ে হয়েছে ৯১.৯৬ টাকা।

তবে দেশের বেশির ভাগ জায়গায় পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। এই পরিস্থিতিতে, ওয়েস্টবেঙ্গল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ সেন জানিয়েছেন, “রাজ্য সরকার ফের ১ টাকা করে ভ্যাট বসিয়েছে। সেই কারণেই তেলের দাম বেড়েছে।”

সোম থেকে কার্যকর তিন আইন, বিরোধিতায় সরব তৃণমূল

কেন বাড়ল জ্বালানির দাম?

প্রশাসনিক সূত্রে খবর, এর আগে দাম কমাতে রাজ্য তেল বিক্রির উপর যে ভ্যাট নিত, তাতে ছাড় দিয়েছিল। ফলে পেট্রল ও ডিজেলের দাম ১ টাকা কমে যায়। লিটার প্রতি এক টাকার ছাড়ের সুবিধা রবিবার শেষ হয়েছে। সে কারণেই তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে যদি রাজ্য সরকার এই সুবিধার মেয়াদ বাড়ায়, তাহলে দাম আবার কমতে পারে বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, নবান্ন সূত্র জানাচ্ছে, রবিবার রাত পর্যন্ত পরিষ্কার নয় যে, ওই ছাড় আবার কার্যকর হবে কি না। তবে সূত্রের মতে, আজ সোমবার এ নিয়ে হয়তো সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার।

এই পরিস্থিতিতে, সাধারণ মানুষ এবং পরিবহন ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশা, রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নেবে এবং পেট্রল ও ডিজেলের দাম কমানোর জন্য ছাড়ের সিদ্ধান্ত বহাল রাখবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে, বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে। শিলিগুড়িতে বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন। মা ও শাবক দু’জনেই সুস্থ, খুশি বনদপ্তর ও জু কর্তৃপক্ষ।

১০ ডিগ্রির ঘরেই কলকাতার পারদ, কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে বাংলা, আর কতদিন চলবে?

চলতি মরসুমের শীতলতম দিন কলকাতায়, পারদ নেমেছে ১০.২ ডিগ্রিতে। কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণবঙ্গ। শনিবার পর্যন্ত ঠান্ডা ও ঘন কুয়াশার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন

১০ ডিগ্রির ঘরেই কলকাতার পারদ, কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে বাংলা, আর কতদিন চলবে?

চলতি মরসুমের শীতলতম দিন কলকাতায়, পারদ নেমেছে ১০.২ ডিগ্রিতে। কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণবঙ্গ। শনিবার পর্যন্ত ঠান্ডা ও ঘন কুয়াশার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

১২ বছরের মধ্যে জানুয়ারিতে নজিরবিহীন শীত, কলকাতায় পারদ নামল ১০.২ ডিগ্রিতে, দক্ষিণবঙ্গে আরও নামার সতর্কতা

জানুয়ারিতে নজিরবিহীন শীত কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.২ ডিগ্রিতে—ভেঙেছে ১৫ বছরের রেকর্ড। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শীতল দিন ও ঘন কুয়াশার সতর্কতা।

কলকাতায় ফের নামছে পারদ, কতটা বাড়বে শীতের দাপট?

কলকাতায় ফের নামছে তাপমাত্রার পারদ। এক ধাক্কায় দু’ডিগ্রি কমেছে তাপমাত্রা। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে আরও হাড়কাঁপানো ঠান্ডার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।