Homeখবরদেশদক্ষিণবঙ্গে অবশেষে সক্রিয় বর্ষা, সময়ের আগেই গোটা দেশ মৌসুমি বায়ুর কবলে

দক্ষিণবঙ্গে অবশেষে সক্রিয় বর্ষা, সময়ের আগেই গোটা দেশ মৌসুমি বায়ুর কবলে

প্রকাশিত

শ্রয়ণ সেন

গত ৮ দিনে চূড়ান্ত সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। এর প্রভাবে নির্দিষ্ট সময়ের দু’ সপ্তাহ আগেই গোটা দেশ চলে এসেছে মৌসুমী বায়ুর কবলে। অন্যদিকে, জুনে ঝিমিয়ে থাকার পর দক্ষিণবঙ্গেও সক্রিয় হয়েছে বর্ষা।

উল্লেখ্য, মঙ্গলবার সারা দিনই কমবেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। কলকাতাও বাদ যায়নি। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টির পরিমাণ ৪৮ মিলিমিটার। গড়ে ১০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জায়গাতেই। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়তে থাকা বর্ষার ঘাটতি কিছুটা হলেও কমেছে।

এ দিকে ভারতের অন্য প্রান্তেও ভালো বৃষ্টি চলছে। গত সপ্তাহেই রেকর্ডভাঙা বর্ষণে ভেসেছিল দিল্লি। এখনও সেই বৃষ্টির অভিঘাত থেকে রাজধানী বেরোতে পারেনি। বর্তমানে রোজই অল্পস্বল্প বৃষ্টি হচ্ছে সেখানে। উত্তরাখণ্ডে আগামী কয়েক দিন অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। চলতি বর্ষায় উত্তর ভারতে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, জুনে ঝিমিয়ে থাকা বর্ষা দক্ষিণবঙ্গে যে সক্রিয়তা দেখাতে শুরু করেছে সেটা আরও কয়েক দিন বহাল থাকবে বলে মনে করা হচ্ছে। যদিও জুলাইয়ের মাঝামাঝি ফের বর্ষা কিছুটা ঝিমিয়ে পড়তে পারে। আবার এই মাসের শেষ সপ্তাহে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি দক্ষিণবঙ্গে হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই মুহূর্তে প্রবল বৃষ্টির কবলে রয়েছে উত্তরবঙ্গ। এই বৃষ্টির হাত থেকে আপাতত কোনো রেহাই নেই উত্তরের পাঁচ জেলার। গোটা জুলাইয়েই কমবেশি ভালো বৃষ্টি চলতে থাকবে। সব মিলিয়ে এটা বলাই যায় যে চলতি জুলাইতে গোটা দেশই বৃষ্টির নিরিখে যথেষ্ট লাভবান হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

আরও পড়ুন

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।