Homeখবরবিদেশট্রাম্পের উপর হামলা, বদলে দিতে পারে আমেরিকার রাজনৈতিক গতি-প্রকৃতি

ট্রাম্পের উপর হামলা, বদলে দিতে পারে আমেরিকার রাজনৈতিক গতি-প্রকৃতি

প্রকাশিত

শনিবার আমেরিকার পেনসিলভানিয়ায় প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাচনী সভায় গুলি চলার ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ট্রাম্প সভায় ভাষণ দেওয়ার সময় গুলি চলে এবং আমেরিকান সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা দ্রুত তাঁকে সুরক্ষিত করে গাড়িতে নিয়ে যান।

গুলির সময়, ট্রাম্পের মুখে রক্ত এবং তিনি মুষ্টিবদ্ধ হাতে সমর্থকদের উদ্দীপিত করতে দেখা গেছেন। ঘটনার সময় তার ডান কান থেকে রক্তক্ষরণ হচ্ছিল, কারণ গুলি তার ডান কানের উপরের অংশ ছুঁয়ে চলে গিয়েছিল। সিক্রেট সার্ভিসের এজেন্টরা ঘটনাস্থলে হামলাকারী সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা করে।

এই ঘটনার ফলে আমেরিকার আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে তাৎপর্যপূর্ণ প্রভাব পড়তে পারে। ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় আহত ট্রাম্পের মুষ্টিবদ্ধ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ইনিই সেই যোদ্ধা, যাঁর আমেরিকার প্রয়োজন।’

সমবেত জনতার উদ্দেশে মুষ্টিবদ্ধ হাত তুলে ট্রাম্প চিৎকার করে বললেন, ‘ফাইট’, ‘ফাইট’, ‘ফাইট’

চাপে বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনাটি নিন্দা করে বলেন, “আমেরিকায় এই ধরনের রাজনৈতিক হিংসার কোনও স্থান নেই।” তিনি রিপাবলিকান দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাম্পের প্রতি উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন যে তিনি পরে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন। বাইডেনের নির্বাচনী প্রচারে সমস্ত রাজনৈতিক সভায় আপাতত স্থগিত করেছে এবং টেলিভিশন বিজ্ঞাপন সরিয়ে নিচ্ছে।

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন এবং জিমি কার্টার এই হিংসার নিন্দা জানিয়েছেন এবং ট্রাম্পের আঘাত গুরুতর না হওয়ায় তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন।

তবে, ট্রাম্পের কিছু ঘনিষ্ঠ সহযোগী এবং সমর্থকরা এই হিংসার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে দায়ী করছেন। রিপাবলিকান পার্টির এক নেতা সোশ্যাল মিডিয়া এক্সে বাইডেনের বিরুদ্ধে ‘হত্যার প্ররোচনা’ দেওয়ার অভিযোগ তুলেছেন। সিনেটর জেডি ভ্যান্স, যাঁকে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে, তিনি বলেন,  বাইডেনের প্রচারের ভাষণ সরাসরি এই ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই ঘটনার ফলে আমেরিকার রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এবং এটি আসন্ন নির্বাচনের গতিপ্রকৃতি পরিবর্তন করতে পারে।

এলন মাস্ক তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে পুরোপুরি সমর্থন করছি এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনা, আতঙ্কে কেমব্রিজবাসী

ম্যাসাচুসেটস (মার্কিন যুক্তরাষ্ট্র): ম্যাসাচুসেটস রাজ্যের কেমব্রিজ শহরে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় শুক্রবার গুলি চলার...