Homeখেলাধুলোপ্যারিস অলিম্পিক্স ২০২৪: ব্যাডমিন্টনে সাত্ত্বিক-চিরাগ জুটি কোয়ার্টার ফাইনালে, শুটিং-এ মনু-সরবজোত জুটি লড়বে...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ব্যাডমিন্টনে সাত্ত্বিক-চিরাগ জুটি কোয়ার্টার ফাইনালে, শুটিং-এ মনু-সরবজোত জুটি লড়বে ব্রোঞ্জের জন্য

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার পর মনু ভাকের আরও একটি ব্রোঞ্জ পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল করলেন। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে তিনি ও সরবজোত সিং কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হলেন। মঙ্গলবার তাঁরা ব্রোঞ্জ পদকের জন্য দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়বেন।

শুটিং-এ অল্পের জন্য পদক হাতছাড়া হল অর্জুন বাবুতার। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে তিনি চতুর্থ হলেন। ব্যাডমিন্টনে লক্ষ্য সেন তাঁর প্রথম ম্যাচে জিতলেন। পুরুষদের ডাবলসে সাত্ত্বিক-চিরাগ জুটি কোয়ার্টার ফাইনালে উঠেছে। পুরুষদের হকিতে ভারত তাদের দ্বিতীয় ম্যাচ আর্জেন্তিনার সঙ্গে ড্র করেছে।

ফ্রান্সের পৃথিকা পাভাদেকে স্ট্রেট সেটে হারিয়ে টেবিল টেনিসে ‘রাউন্ড অফ ১৬’-য় পৌঁছে গেলেন মণিকা বাত্রা।টেনিস প্লেয়ার ৪৪ বছরের রোহন বোপান্না আন্তর্জাতিক খেলা থেকে অবসর নিলেন। সোমবার পুরুষদের ডাবলসে এন শ্রীরাম বালাজিকে সঙ্গী করে ফ্রান্সের জুটির কাছে পরাজিত হন তিনি।      

সোমবার বিভিন্ন বিভাগে ভারতের খেলার ফলাফল

টেবিল টেনিসে এগোচ্ছেন মণিকা

মেয়েদের সিঙ্গলসে মণিকা বাত্রা ৪-০ ফলে হারালেন ফ্রান্সের পৃথিকা পাভাদেকে। মণিকার পক্ষে ফল ১১-৯, ১১-৬, ১১-৯, ১১-৭। মণিকা পৌঁছে গেলেন ‘রাউন্ড অফ ১৬-য়’।  

শুটিং-এ আশা মনু-সরবজোতকে ঘিরে  

১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে মনু ভাকের ও সরবজোত সিং ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন। ওই একই ইভেন্টে অর্জুন চিমা ও রিদম সাঙ্গোয়ান দশম স্থানে থেকে বিদায় নিয়েছেন।

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে চতুর্থ হয়ে বিদায় নিলেন অর্জুন বাবুতা।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে সপ্তম হয়ে বিদায় নিলেন  রমিতা জিন্দল।

পুরুষদের ট্র্যাপে কোয়ালিফিকেশনে তৃতীয় রাউন্ডের শেষে ৩০তম স্থানে রয়েছেন পৃথ্বীরাজ টোন্ডাইমান। কোয়ালিফিকেশন থেকে প্রথম ৬ জন ফাইনালে যাবেন।   

তিরন্দাজির দলগত ইভেন্টে বিদায়

ধীরাজ বোম্মাদেবরা, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদবকে গঠিত ভারতীয় দল এ দিন কোয়ার্টারে ফাইনালে হেরে গেল তুরস্কের কাছে। ম্যাচের ফল ভারতের পক্ষে ২-৬। এই সঙ্গে তিরন্দাজির দলগত ইভেন্টে মেয়েদের পরে পুরুষরাও বিদায় নেল কোয়ার্টারে ফাইনালে। এবার বাকি রইল ব্যক্তিগত ইভেন্টের খেলা, যা শুরু হবে ৩১ জুলাই থেকে।

ব্যাডমিন্টনে এগোলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ জুটি

পুরুষদের সিঙ্গলসে গ্রুপ ‘এল’-এ লক্ষ্য সেন ২১-১৯, ২১-১৬ ফলে বেলজিয়ামের জুলিয়েন কারাগিকে হারিয়েছেন।

পুরুষদের ডাবলসে তৃতীয় বাছাই সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি কোয়ার্টার ফাইনালে উঠলেন। তাঁদের প্রতিদ্বন্দ্বী জার্মানির মার্ক লামস্‌ফুস এবং মারভিন সাইডেল চোটের জন্য ম্যাচ থেকে সরে দাঁড়ান।

মেয়েদের ডাবলসে গ্রুপ স্টেজের দ্বিতীয় ম্যাচে অশ্বিনী পোনাপ্পা এবং তনিশা ক্রাস্তো ২১-১১, ২১-১২ ফলে পরাজিত হলেন জাপানের নামি মাতসুয়ামা এবং চিহারু শিদার কাছে। এই নিয়ে পর পর দুটো ম্যাচ হারল অশ্বিনী-তনিশা জুটি।    

আর্জেন্তিনার বিরুদ্ধে হকি ম্যাচ ১-১ ড্র

পুল ‘বি’-র প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-২ গোলে হারানোর পর সোমবার দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে খেলা অমীমাংসিত রাখল ভারত। দ্বিতীয় কোয়ার্টারে লুকাস মার্তিনেজের শটে ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা।

ম্যাচের চতুর্থ তথা শেষ কোয়ার্টারের শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান অধিনায়ক হরমনপ্রীত সিং। আর্জেন্তিনার গোলরক্ষক থমাস সান্তিয়াগো ভারতের পথে সবচেয়ে বড়ো কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন। গোটা ম্যাচে ভারত ১০টা পেনাল্টি কর্নার পেয়েছিল। কিন্তু একেবারে শেষেরটি ছাড়া আর কোনোটাই কাজে লাগাতে পারেনি।

ভারতের পরের ম্যাচ আয়ারল্যন্ডের বিরুদ্ধে মঙ্গলবার। এই ম্যাচ ভারতকে জিততেই হবে। তবে আয়ারল্যান্ড তাদের আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১-২ গোলে পরাজিত হয়েছে।

অবসর নিলেন রোহন বোপান্না

টেনিসে পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডে রোহন বোপান্না এবং এন শ্রীরাম বালাজির জুটি ৫-৭, ২-৬ গেমে পরাজিত হলেন ফ্রান্সের এডোয়ার্ড রজার-ভ্যাসেলিন এবং গায়েল মনফিলসের কাছে।

আরও পড়ুন

প্যারিস অলিম্পিক্স ২০২৪: মেয়েদের তিরন্দাজি দলের বিদায়, দেখে নিন অন্যান্য খেলায় ভারতের ফল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।