Homeবিজ্ঞানচাঁদ নিজেই থাকার ব্যবস্থা করে রেখেছে, চাঁদের মাটিতে গুহার আবিষ্কার বিজ্ঞানীদের

চাঁদ নিজেই থাকার ব্যবস্থা করে রেখেছে, চাঁদের মাটিতে গুহার আবিষ্কার বিজ্ঞানীদের

প্রকাশিত

চাঁদের মাটিতে মানুষের পা আগেই পড়েছে। কিন্তু শুধু চন্দ্রাভিযানে যাওয়াই নয় চাঁদে দীর্ঘ সময় ধরে থাকার বিষয় নিয়েও চিন্তিত বিজ্ঞানীরা। তবে চাঁদের বায়ুমণ্ডল পৃথিবীর চেয়ে আলাদা। তাই সেখানে দীর্ঘ মেয়াদে থাকার জন্য বিশেষ রকম ব্যবস্থা থাকতে হবে। কিন্তু সাম্প্রতিক আবিষ্কারে জানা গেছে চাঁদের মাটিতে থাকার ব্যবস্থা চাঁদ নিজেই করে রেখেছে। 

আদিম মানুষ গুহায় থাকত। বিজ্ঞানীরা চাঁদেও সেরকম গুহার খোঁজ পেয়েছেন চাঁদের মাটিতে। তবে এই গুহা পাহাড়ের খাঁজে নয় চাঁদের মাটিতে কিছুটা তলায় রয়েছে। ৫৫ বছর আগে অ্যাপলো ১১ চেপে চাঁদের মাটিতে যেখানে আমেরিকার মহাকাশচারী নিল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন নেমেছিলেন সেখানে থেকে ৪০০ কিলোমিটার দূরে প্রায় ১০০ মিটার মাটির তলায় বিস্তৃত এলাকা জুড়ে গুহার খোঁজ মিলেছে। ইতালির ট্রেন্টো বিশ্ববিদ্যালয়ের ২ গবেষক চাঁদের ‘Mare Tranquillitatis (Sea of Tranquility)’ নামক জায়গায় মাটির তলায় গুহার খোঁজ পান। নাসার Lunar Reconnaissance Orbiter এর র্যাডারের সাহায্যে মাপজোক করেন গবেষকরা। তাঁদের গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে Nature Astronomy নামক জার্নালে। 

এই প্রথম চাঁদের মাটিতে গুহার খোঁজ মিলল। বিজ্ঞানীদের অনুমান, এমন একটা নয় শতাধিক গুহা রয়েছে চাঁদের মাটিতে। বহু কোটি বছর আগে চাঁদের মাটিতে এমন গুহা তৈরি হয়। তখন চাঁদে অগ্নুৎপাত হত। সে সময় গলিত লাভাস্রোত জমাট বেঁধে এই গুহা তৈরি হয়। গুহায় যে গর্ত বা খোলা মুখ ধরে পৌঁছতে হবে সেটি সোজা নেমে গেছে। লিফট বা দড়ি বেয়ে নীচে নামতে হবে।

নাসা চাঁদের মাটিতে দীর্ঘ সময় মানুষের বসবাসের জন্য লুনার বেস তৈরির পরিকল্পনা করেছে। রাশিয়া, চিনের মতো মহাকাশ বিজ্ঞানে এগিয়ে থাকা অনেক দেশই চাঁদের মাটিতে স্থায়ী বসবাসের ব্যবস্থা পাকা করতে চাইছে। এই পরিস্থিতিতে গুহার খোঁজ নিঃসন্দেহে বিজ্ঞানীদের নতুন দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

কর্নাটকের ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কার করলেন ৪টি নতুন উদ্ভিদ প্রজাতি। ইউনেস্কো স্বীকৃত এই জীববৈচিত্র্যময় অঞ্চলের গবেষণায় যুক্ত হলো নতুন পালক।