Homeখবরকলকাতাছয় দফা দাবিতে অনড় আরজি করের আন্দোলনকারী চিকিৎসকেরা, থামছে না কর্মবিরতি

ছয় দফা দাবিতে অনড় আরজি করের আন্দোলনকারী চিকিৎসকেরা, থামছে না কর্মবিরতি

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের চাপের মুখে সোমবার সকালে পদত্যাগ করেছেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কিন্তু তাঁর ইস্তফার পরেও আন্দোলন থামছে না। সোমবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের ছয় দফা দাবি পূরণ না হলে কর্মবিরতি চলতেই থাকবে।

প্রথম দাবিতে তাঁরা বলেছেন, যুবতী চিকিৎসক খুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তদন্তের সমস্ত নথি, সিসিটিভি ফুটেজ এবং ময়নাতদন্তের রিপোর্ট আন্দোলনকারীদের প্রতিনিধিকে দেখাতে হবে।

দ্বিতীয়ত, অধ্যক্ষ-সহ উচ্চপদস্থ আধিকারিকদের লিখিত পদত্যাগ করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে এই আধিকারিকদের আর কোনও প্রাতিষ্ঠানিক পদে দায়িত্ব না দেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

আরজি কর কাণ্ড: নিহত চিকিৎসকের বাড়িতে মুখ্যমন্ত্রী, পুলিশ রবিবারের মধ্যে কিনারা না করলে সিবিআই তদন্ত

তৃতীয় দাবিতে ২৪ ঘণ্টার মধ্যে নিহত চিকিৎসকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়েছে।

চতুর্থত, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সিসিটিভি নজরদারি, নিরাপত্তারক্ষীর ব্যবস্থা, পুলিশ পিকেটিং এবং চিকিৎসকদের জন্য উপযুক্ত বিশ্রামের ব্যবস্থা করার দাবিও তুলেছেন তাঁরা।

পঞ্চমত, আন্দোলনরত চিকিৎসকদের উপর অত্যাচারের জন্য কলকাতা পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

শেষে, সমাজমাধ্যমে হওয়া মানহানির বিরুদ্ধে কলকাতার পুলিশ কমিশনারকে পদক্ষেপ করতে হবে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, এই সমস্ত দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে কর্মবিরতি চলবে।

উল্লেখ্য, রবিবার সুপারকে সরিয়ে দেওয়া হলেও এবং সোমবার অধ্যক্ষের পদত্যাগের পরেও আন্দোলনকারীরা লিখিত পদত্যাগপত্রের দাবি জানিয়েছেন। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে জানান, তদন্তে সিবিআইয়ের হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রদীপ সাংওয়ানের চন্দ্রতাল সাফাই অভিযান, ১৪,০০০ ফুট উচ্চতায় উদ্ধার ১৫৯ কেজি মদের বোতল

চন্দ্রতাল হ্রদের সৌন্দর্য নষ্ট করছে মদের বোতল ও প্লাস্টিক বর্জ্য। ১৪,১০০ ফুট উচ্চতায় হিলিং হিমালয়াস দলের অভিযান, উদ্ধার ১৫৯ কেজি বর্জ্য। প্রদীপ সাংওয়ান বললেন, এটি শুধু নোংরামি নয়, এক গভীর সংকট।

অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করল হাই কোর্ট, ৪ সপ্তাহে দেশে ফেরানোর নির্দেশ

বাংলাদেশি বলে দাবি করে অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে স্বামী ও পুত্র-সহ বাংলাদেশে পাঠিয়েছিল দিল্লি পুলিশ। কলকাতা হাই কোর্ট সেই সিদ্ধান্ত খারিজ করে ৪ সপ্তাহের মধ্যে দেশে ফেরানোর নির্দেশ দিল। কেন্দ্রের স্থগিতের আবেদনও খারিজ।

লন্ডনের দুর্গোৎসবে মহানায়ক উত্তম কুমার! শতবর্ষে ‘ওয়াল অফ ফেম’-এ সেজে উঠছে ইউরোপের বৃহত্তম পুজো

শতবর্ষে মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাতে লন্ডনের দুর্গোৎসবে বিশেষ আয়োজন। বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে সাজছে ‘ওয়াল অফ ফেম’, থাকবে চন্দননগরের আলোকসজ্জা, কলকাতার স্ট্রিট ফুড ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

লাদাখে অশান্তির জের, জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক

লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনার তিন দিনের মাথায় গ্রেফতার হলেন বিশিষ্ট সমাজকর্মী, প্রকৌশলী ও...

আরও পড়ুন

পুজোর মুখে সুখবর, সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, বৈধতা বাড়ল ১০ বছর

পুজোর আগে বড় ঘোষণা কলকাতা মেট্রোর। সস্তা হচ্ছে স্মার্ট কার্ড, বৈধতা এক বছরের বদলে হবে ১০ বছর। জেনে নিন নতুন নিয়ম।

কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

বড় বাজেটের ঝলমলে পুজোর মাঝেও অনন্য উদ্যোগ। কলকাতার এক স্কুলের বাচ্চাদের দুর্গাপুজোয় এভারেডির তৈরি ব্যাটারিচালিত ‘আল্টিমা বাহন’।

রাতভর রেকর্ড বৃষ্টিতে অচল কলকাতা! ৭ জনের মৃত্যু, জলমগ্ন হাসপাতাল থেকে রেললাইন, কী বলছে হাওয়া অফিস?

রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। বহু এলাকা জলমগ্ন, রেল-রাস্তায় পরিষেবা ব্যাহত। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৭ জনের। পুজোর আগে আশঙ্কা আরও বাড়ল।