Homeখবররাজ্যসন্তান পালনে মহিলাদের সমান ছুটি নিতে পুরুষরাও, নির্দেশ কলকাতা হাই কোর্টের

সন্তান পালনে মহিলাদের সমান ছুটি নিতে পুরুষরাও, নির্দেশ কলকাতা হাই কোর্টের

প্রকাশিত

সন্তান পালনের ক্ষেত্রে পুরুষদের সমান অধিকার দিতে এবার কলকাতা হাই কোর্টের ঐতিহাসিক নির্দেশ। সোমবার এক শিক্ষকের মামলার রায় দিতে গিয়ে বিচারপতি অমৃতা সিংহ জানান, চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে পুরুষদেরও মহিলাদের সমান ছুটি দিতে হবে।

বিচারপতি সিংহের পর্যবেক্ষণ অনুযায়ী, সন্তান মানুষ করার দায়িত্ব শুধুমাত্র মায়ের নয়, বাবারও রয়েছে। তাই ছুটির ক্ষেত্রে পুরুষেরা কেন বঞ্চিত হবেন? ২০১৮ সালে কেন্দ্রীয় সরকারের জারি করা একটি আইন উল্লেখ করে বিচারপতি সিংহ জানান, পুরুষদেরও সন্তান পালনে মহিলাদের সমান ছুটি পাওয়ার অধিকার রয়েছে।

বর্তমানে, রাজ্যে কর্মরত মহিলারা সন্তান দেখাশোনার জন্য ৭৩০ দিন অর্থাৎ দু’বছর চাইল্ড কেয়ার লিভ পান, যা সম্পূর্ণ বেতনসহ। তবে পুরুষ কর্মচারীদের ক্ষেত্রে এই ছুটি মাত্র ৩০ দিন। তার বেশি ছুটি নিলে বেতন কাটা হয়। এই অসমতার বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেছিলেন এক শিক্ষক।

আদালত নির্দেশ দিয়েছে, রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে এই বিষয়ে নতুন নির্দেশিকা জারি করতে হবে, যাতে পুরুষ কর্মচারীরাও মহিলাদের সমান ছুটি পান। আইনজীবী শামিম আহমেদ জানিয়েছেন, ৯০ দিনের মধ্যে রাজ্যের শিক্ষা ও অর্থ দফতরকে সন্তান পালনের জন্য পুরুষদের ছুটি নিয়ে নির্দেশিকা তৈরির জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, কেন্দ্রীয় সরকারি ‘সিঙ্গল পেরেন্ট’ পুরুষ কর্মচারীরা মহিলাদের মতোই ৭৩০ দিনের ছুটি পাবেন। তবে দ্বিতীয় বছরে মূল বেতনের ২০ শতাংশ কম দেওয়া হবে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।