Homeখবরকলকাতাআরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে আইনজীবীদের মিছিল হঠাৎ উত্তপ্ত, কল্যাণ-সায়নের বচসা, হাতাহাতি

আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে আইনজীবীদের মিছিল হঠাৎ উত্তপ্ত, কল্যাণ-সায়নের বচসা, হাতাহাতি

প্রকাশিত

আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার সুবিচার চেয়ে সোমবার কলকাতা হাই কোর্টের আইনজীবীরা মিছিল করেন। সেই মিছিলে রাজনৈতিক দলমত নির্বিশেষে প্রায় সমস্ত পক্ষের আইনজীবীরাই যোগ দেন। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম নেতা তথা প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য।

মিছিলের শেষ পর্যায়ে আদালত চত্বরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিকাশরঞ্জন ভট্টাচার্যের সংবাদমাধ্যমে দেওয়া মন্তব্য নিয়ে আপত্তি তোলেন। তিনি অভিযোগ করেন যে, আরজি করের ঘটনার সম্পর্কে কিছু ভুল তথ্য সংবাদমাধ্যমের কাছে পৌঁছানো হয়েছে। 

বিকাশের উদ্দেশে কল্যাণ বলেন, ‘‘আরজি করের ঘটনায় আমরাও দুঃখিত আমরাও বিচার চাই। কিন্তু কেউ কেউ সংবাদমাধ্যমের কাছে অসত্য তথ্য দিচ্ছেন। তাঁর কাছে যদি সঠিক তথ্য থাকে তবে তিনি সিবিআইকে দিন। সংবাদমাধ্যমকে দিচ্ছেন কেন?’’ এর পাশাপাশি সিবিআই তদন্তে দেরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পরে বাম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ও সংবাদমাধ্যমে আরজি কর নিয়ে মন্তব্য করায় কল্যাণ তাঁকে প্রকাশ্যেই বাধা দেন। এই নিয়ে আদালত চত্বরে দু’জনের মধ্যে বচসা বাধে। যা দ্রুত ধাক্কাধাক্কি এবং হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। এই পরিস্থিতিতে মিছিলে উপস্থিত অন্য আইনজীবীরা এসে পরিস্থিতি সামাল দেন। কল্যাণকে সরিয়ে নিয়ে যান তাঁরা।

গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়

তবে কল্যাণ-বিকাশের বচসার ঘটনা ছাড়া, মিছিলটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং জয়ন্ত মিত্র, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এছাড়া, মিছিলে যোগ দিয়েছিলেন আইনজীবী প্রতীক ধর, অশোক বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য মিত্রসহ বার অ্যাসোসিয়েশন এবং ইনকর্পোরেট ল অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য।

মিছিলে নিহত মহিলা চিকিৎসকের জন্য সুবিচারের দাবিতে পোস্টার ছাড়াও রাজ্য সরকারবিরোধী পোস্টারও প্রদর্শিত হয়। আইনজীবীরা জানিয়েছেন, সাম্প্রতিক অতীতে কলকাতা হাই কোর্টে রাজনৈতিক দল নির্বিশেষে আইনজীবীদের এত বড় মিছিল দেখা যায়নি। এই মিছিলে রাজ্যের শাসক দলের সাংসদ এবং বিরোধী দলের বিশিষ্ট আইনজীবীরা একসঙ্গে পা মেলান।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।