সিন্ধুদুর্গ (মহারাষ্ট্র): বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে পড়ল ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি। গত বছরের ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় রাজকোট ফোর্টে শিবাজির ওই মূর্তি উদ্বোধন করেছিলেন।
এক প্রশাসনিক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মালবনের রাজকোট ফোর্টে ৩৫ ফুট উঁচু ওই মূর্তি সোমবার দুপুর ১টা নাগাদ ভেঙে পড়ে। খবর পেয়ে জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে যান। মূর্তির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞরা বোঝার চেষ্টা করছেন, কেন ওই মূর্তি ভেঙে পড়ল। তবে গত দু’-তিন ধরে ওই এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।
রাজ্য সরকার ও ভারতীয় নৌবাহিনীর যৌথ উদ্যোগে ওই মূর্তি স্থাপন করা হয়। প্রতিরক্ষা বিভাগের যাঁরা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তাঁরা জানিয়েছেন, মূর্তি নির্মাণে যাঁরা বিশেষজ্ঞ তাঁরাই এর নকশা করেছিলেন।
ভারতীয় নৌবাহিনী দিবস উপলক্ষ্যে গত বছরের ৪ ডিসেম্বর ছত্রপতি শিবাজি মহারাজের ওই মূর্তি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের পর মূর্তি দেখভালের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে।
মূর্তি ভেঙে পড়ার ঘটনায় দু’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এঁরা হলেন মেসার্স আর্টিস্ট কোম্পানির মালিক জয়দীপ আপ্তে এবং স্ট্রাকচারাল কনসালট্যান্ট চেতন পাটিল। মালবন পুলিশ ওই দু’জনকে আটক করেছে।
শিবাজিমূর্তি ভেঙে পড়ার ঘটনা নিয়ে তদন্ত করার জন্য নৌবাহিনীর তরফেও একটি টিম গড়া হয়েছে। ওই টিমে রাজ্য সরকারের প্রতিনিধি এবং বিশেষজ্ঞরাও রয়েছেন।
বিরোধীদের সমালোচনা
শিবাজিমূর্তি ভেঙে পড়ার ঘটনায় বিজেপির ঔদ্ধত্যকে দায়ী করেছেন শিব সেনার (উদ্ধব গোষ্ঠী) নেতা আদিত্য ঠাকরে, এনসিপি (সিপি) নেতা জয়ন্ত পাটিল, এআইএমআইএম প্রধান আসাদুদ্দীন ওয়াইসি প্রমুখ।
আদিত্য ঠাকরে তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, “ছত্রপতি শিবাজি মহারাজ আমাদের, মহারাষ্ট্রের আদর্শ। আমরা তাঁর অপমান সহ্য করব না। ভোটের কথা মাথায় রেখে তাড়াহুড়ো করে তৈরি করা এবং মোদীজির উদ্বোধন করা মালবনে ছত্রপতি শিবাজির স্মারক ৮ মাসের মধ্যেই ভেঙে পড়ল। শিবাজি মহারাজের মূর্তি স্থাপন করা কতটা গুরুত্বের, তা না ভেবেই ঔদ্ধত্য দেখাতে তাড়াহুড়ো করে তৈরি করা হল স্মারক। উদ্দেশ্য ছিল, মহারাজের ভাবমূর্তিকে ব্যবহার করা, তাই স্মারকের মানের ব্যাপারটি নিয়ে ভাবাই হয়নি। স্থানীয় মানুষদের কথায় কর্ণপাতও করা হয়নি। আজ যখন দেখলাম, মহারাজের মূর্তি ভেঙে পড়ছে, অন্তরে ভীষণ ব্যথা পেলাম। শিন্ডে শাসন এবং মহারাজকে অপমামকারী বিজেপি নামক বিষধর সাপকে এখন কামড় দিতেই হবে। ছত্রপতি শিবাজিরাইয়ের প্রতিটি মূর্তি এখন ভালো করে যত্ন নেওয়া দরকার।”
আরও পড়ুন
বিজেপিতে যোগ দিতে চলেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সরেন, জানালেন অসমের মুখ্যমন্ত্রী