Homeখবরদেশ২৫ দিনের লড়াই শেষ, প্রয়াত সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি

২৫ দিনের লড়াই শেষ, প্রয়াত সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি

প্রকাশিত

দীর্ঘ ২৫ দিনের অসুস্থতার লড়াই শেষে প্রয়াত হলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বয়স হয়েছিল ৭২ বছর। শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণের কারণে গত ১৯ অগস্ট তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ ভর্তি করা হয়। প্রথম থেকেই তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয়। অবশেষে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ৮ অগস্ট দিল্লিতে ইয়েচুরির চোখে ছানির অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রায় অংশগ্রহণ করতে পারেননি তিনি। এরপর ২২ অগস্ট বুদ্ধবাবুর স্মরণসভাতেও উপস্থিত থাকতে পারেননি, কারণ ইতিমধ্যে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

১৯৫২ সালের ১২ অগস্ট মাদ্রাজে (বর্তমান চেন্নাই) জন্মগ্রহণ করেন সীতারাম ইয়েচুরি। তাঁর পৈতৃক বাড়ি ছিল অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে। পড়াশোনায় তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। প্রেসিডেন্ট এস্টেট স্কুল থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। এরপর দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন এবং স্নাতকোত্তর ডিগ্রির জন্য জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ভর্তি হন। জেএনইউতেই বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং সিপিএমের সদস্যপদ গ্রহণ করেন।

সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে যোগ দেওয়ার পর ২০১৫ সালে তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২১ সালে তাঁর পুত্র আশিস ইয়েচুরি কোভিডে আক্রান্ত হয়ে ফুসফুসের সংক্রমণে মারা যান, যা তাঁর ব্যক্তিগত জীবনে একটি বড় আঘাত হিসেবে আসে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।