আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মক্ষেত্রে মহিলাদের রাতের শিফটে কাজ করা নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা সংশোধন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ রাজ্যকে এই বিজ্ঞপ্তি সংশোধন করার নির্দেশ দেয়। তিনি বলেন, “নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। মহিলারা রাতে কাজ করতে পারবেন না, এ কথা বলতে পারেন না।” প্রধান বিচারপতি রাজ্য সরকারের বিজ্ঞপ্তির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
এই মামলাটি জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতি মন্তব্য করেন, “বিমান পরিষেবা, সেনাবাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রেই মহিলারা রাতে কাজ করেন, তাহলে এখানে বাধা কোথায়? মহিলারা সমান সুযোগ চান, এবং তাঁদের সব পরিস্থিতিতে কাজ করা উচিত।” তিনি আরও বলেন, “মহিলাদের রাতে কাজ থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশিকা অনুচিত, এটি রাজ্যকে ঠিক করতে হবে।”
রাজ্যের পক্ষ থেকে উপস্থিত আইনজীবী কপিল সিব্বল আশ্বাস দিয়েছেন যে, বিজ্ঞপ্তির পাঁচ ও ছয় নম্বর অংশটি, যা নিয়ে আপত্তি উঠেছে, তা মুছে ফেলা হবে। উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার পর, গত অগস্ট মাসে রাজ্য সরকার কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ দফা নির্দেশিকা জারি করেছিল। এর মধ্যে একটি ছিল, যতটা সম্ভব মহিলাদের রাতের শিফট থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হবে।
শীর্ষ আদালতের শুনানিতে, প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহিলাদের জন্য হাসপাতালগুলিতে পৃথক বিশ্রামকক্ষ, শৌচালয় এবং প্রতিটি তলায় জলের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন। তিনি রাজ্যের স্বাস্থ্যসচিবকে নির্দেশ দিয়েছেন, মহিলাদের বিশ্রামকক্ষগুলিতে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করতে।
রাজ্য সরকার বিজ্ঞপ্তি সংশোধন করার আশ্বাস দেওয়ায় মামলাটি আপাতত মীমাংসিত হয়েছে, তবে মহিলাদের কর্মক্ষেত্রে সমান সুযোগের প্রশ্নে এটি একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে।