Homeখবরদেশমহিলাদের রাতের শিফটে কাজের বিজ্ঞপ্তি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন, রাজ্যকে সংশোধনের নির্দেশ

মহিলাদের রাতের শিফটে কাজের বিজ্ঞপ্তি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন, রাজ্যকে সংশোধনের নির্দেশ

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মক্ষেত্রে মহিলাদের রাতের শিফটে কাজ করা নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা সংশোধন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ রাজ্যকে এই বিজ্ঞপ্তি সংশোধন করার নির্দেশ দেয়। তিনি বলেন, “নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। মহিলারা রাতে কাজ করতে পারবেন না, এ কথা বলতে পারেন না।” প্রধান বিচারপতি রাজ্য সরকারের বিজ্ঞপ্তির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এই মামলাটি জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতি মন্তব্য করেন, “বিমান পরিষেবা, সেনাবাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রেই মহিলারা রাতে কাজ করেন, তাহলে এখানে বাধা কোথায়? মহিলারা সমান সুযোগ চান, এবং তাঁদের সব পরিস্থিতিতে কাজ করা উচিত।” তিনি আরও বলেন, “মহিলাদের রাতে কাজ থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশিকা অনুচিত, এটি রাজ্যকে ঠিক করতে হবে।”

রাজ্যের পক্ষ থেকে উপস্থিত আইনজীবী কপিল সিব্বল আশ্বাস দিয়েছেন যে, বিজ্ঞপ্তির পাঁচ ও ছয় নম্বর অংশটি, যা নিয়ে আপত্তি উঠেছে, তা মুছে ফেলা হবে। উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার পর, গত অগস্ট মাসে রাজ্য সরকার কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ দফা নির্দেশিকা জারি করেছিল। এর মধ্যে একটি ছিল, যতটা সম্ভব মহিলাদের রাতের শিফট থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হবে।

শীর্ষ আদালতের শুনানিতে, প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহিলাদের জন্য হাসপাতালগুলিতে পৃথক বিশ্রামকক্ষ, শৌচালয় এবং প্রতিটি তলায় জলের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন। তিনি রাজ্যের স্বাস্থ্যসচিবকে নির্দেশ দিয়েছেন, মহিলাদের বিশ্রামকক্ষগুলিতে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করতে।

রাজ্য সরকার বিজ্ঞপ্তি সংশোধন করার আশ্বাস দেওয়ায় মামলাটি আপাতত মীমাংসিত হয়েছে, তবে মহিলাদের কর্মক্ষেত্রে সমান সুযোগের প্রশ্নে এটি একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রদীপ সাংওয়ানের চন্দ্রতাল সাফাই অভিযান, ১৪,০০০ ফুট উচ্চতায় উদ্ধার ১৫৯ কেজি মদের বোতল

চন্দ্রতাল হ্রদের সৌন্দর্য নষ্ট করছে মদের বোতল ও প্লাস্টিক বর্জ্য। ১৪,১০০ ফুট উচ্চতায় হিলিং হিমালয়াস দলের অভিযান, উদ্ধার ১৫৯ কেজি বর্জ্য। প্রদীপ সাংওয়ান বললেন, এটি শুধু নোংরামি নয়, এক গভীর সংকট।

অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করল হাই কোর্ট, ৪ সপ্তাহে দেশে ফেরানোর নির্দেশ

বাংলাদেশি বলে দাবি করে অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে স্বামী ও পুত্র-সহ বাংলাদেশে পাঠিয়েছিল দিল্লি পুলিশ। কলকাতা হাই কোর্ট সেই সিদ্ধান্ত খারিজ করে ৪ সপ্তাহের মধ্যে দেশে ফেরানোর নির্দেশ দিল। কেন্দ্রের স্থগিতের আবেদনও খারিজ।

লন্ডনের দুর্গোৎসবে মহানায়ক উত্তম কুমার! শতবর্ষে ‘ওয়াল অফ ফেম’-এ সেজে উঠছে ইউরোপের বৃহত্তম পুজো

শতবর্ষে মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাতে লন্ডনের দুর্গোৎসবে বিশেষ আয়োজন। বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে সাজছে ‘ওয়াল অফ ফেম’, থাকবে চন্দননগরের আলোকসজ্জা, কলকাতার স্ট্রিট ফুড ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

লাদাখে অশান্তির জের, জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক

লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনার তিন দিনের মাথায় গ্রেফতার হলেন বিশিষ্ট সমাজকর্মী, প্রকৌশলী ও...

আরও পড়ুন

প্রদীপ সাংওয়ানের চন্দ্রতাল সাফাই অভিযান, ১৪,০০০ ফুট উচ্চতায় উদ্ধার ১৫৯ কেজি মদের বোতল

চন্দ্রতাল হ্রদের সৌন্দর্য নষ্ট করছে মদের বোতল ও প্লাস্টিক বর্জ্য। ১৪,১০০ ফুট উচ্চতায় হিলিং হিমালয়াস দলের অভিযান, উদ্ধার ১৫৯ কেজি বর্জ্য। প্রদীপ সাংওয়ান বললেন, এটি শুধু নোংরামি নয়, এক গভীর সংকট।

লাদাখে অশান্তির জের, জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক

লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনার তিন দিনের মাথায় গ্রেফতার হলেন বিশিষ্ট সমাজকর্মী, প্রকৌশলী ও...

কী কারণে অশান্ত লাদাখ? বিক্ষোভ নিয়ে কী অবস্থান রাজনৈতিক দলগুলির?

কেন উত্তপ্ত লাদাখ? এই অঞ্চলে অস্থিরতার পেছনের রাজনৈতিক ও সামাজিক কারণগুলো কী? পড়ুন লাদাখের মানুষের মূল দাবি, যেমন পূর্ণ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ।