Homeখবররাজ্য৮০ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি, দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

৮০ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি, দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

প্রকাশিত

নিম্নচাপের কারণে টানা বৃষ্টির পর কিছুটা বিরতি এলেও দক্ষিণবঙ্গে বন্যার তাণ্ডব কমছে না। ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন) থেকে বৃহস্পতি এবং শুক্রবারেও বড় মাত্রায় জল ছাড়া হয়েছে, যার ফলে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান-সহ বিভিন্ন জেলায় প্লাবনের আশঙ্কা বাড়ছে।

ডিভিসি থেকে মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে প্রায় ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ডিভিসির মতে, বাঁধগুলিতে জলস্তর ক্রমশ বাড়তে থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, এটি পরিকল্পিতভাবে বাংলাকে বন্যায় ডোবানোর ষড়যন্ত্র। তাঁর দাবি, ডিভিসি যদি আগে থেকে পর্যাপ্ত পরিমাণে জল ছাড়ত, তাহলে এই পরিস্থিতি তৈরি হত না। তিনি এই বন্যাকে ‘ম্যান মেড’ বলে অভিহিত করেছেন এবং কেন্দ্রীয় সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।

বুধবার পুরশুড়ায় বন্যা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, ডিভিসির সিদ্ধান্তের ফলে বাংলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। তিনি বলেন, ‘‘ডিভিসি সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে, যা অভূতপূর্ব। আমি নিজে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি, কিন্তু কেন্দ্রীয় সরকার বাংলাকে বন্যার মুখে ফেলে দিচ্ছে।’’

এদিকে, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অবস্থার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন। তাঁর মতে, নদীবাঁধগুলির সংস্কার না হওয়ায় এই বিপর্যয় আরও বাড়ছে।

ডিভিসির জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি-সহ দামোদরের তীরবর্তী এলাকা গুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর মধ্যে খানাকুল, আরামবাগ, ঘাটাল, পাঁশকুড়া এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পরিদর্শনে যাচ্ছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।