Homeদুর্গাপার্বণদুর্গোৎসব ২০২৪: এসে গেল পুজো, এবার বাড়িতে বসে জবাফুলে কেশচর্চা

দুর্গোৎসব ২০২৪: এসে গেল পুজো, এবার বাড়িতে বসে জবাফুলে কেশচর্চা

প্রকাশিত

কখনও সূর্যের প্রখর রোদ, কখনও আবার দমকা হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি। আবহাওয়ার খামখেয়ালিপোনায় ত্বকের তো বারোটা বাজছেই, বাদ যাচ্ছে না চুলও। চুলে হাত চালালেই চুল পড়ছে। রুক্ষ, শুষ্ক চুল। চুলের পিএইচ ভারসাম্য নষ্ট হয়ে গিয়ে চুল ম্যাড়ম্যাড় করছে। চুলের স্বাভাবিক ঔজ্জ্বল্য নষ্ট হয়ে গিয়ে চুল শুষ্ক হয়ে যাচ্ছে। জট পড়ে যাচ্ছে। ডগা ফাটছে। মাঝখান থেকে চুল ভেঙে যাচ্ছে। কিন্তু পুজো তো এসে গেল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এবার তো অবহেলা করা চলবে না নিজের চুলকে।  

চুলের যে সমস্যার কথা বলা হল, তা সমাধানের উপায় আমাদের হাতের কাছে নাগালের মধ্যে রয়েছে। আমার আপনার বাড়ির বাগানে একটা গাছ পাওয়া যায় তা হল জবা। জবাফুল এবং পাতার ব্যবহারে চুলের যাবতীয় সমস্যার সমাধান করা যায়।

লাল, সাদা, গোলাপি, যে কোনো রঙের জবাফুলই কার্যকর ভূমিকা নেয় চুলের পরিচর্যায়। চুলের অকাল পক্কতা, খুশকির সমস্যা থেকে রেহাই দেয়। চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে জবাফুল। জবাফুলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। এ ছাড়াও আছে অ্যামাইনো অ্যাসিড যা চুলের গঠনের প্রধান প্রোটিন কেরাটিন তৈরি করে।

কীভাবে জবাফুল এবং পাতার প্যাক ব্যবহার করবেন

১) ৩টি জবাফুল এবং ৩টে পাতা আর আমলকী একসঙ্গে বেটে পেস্ট তৈরি করে সপ্তাহে ২ দিন চুলের গোড়ায় লাগান।

২) জবাফুলের পাতা আর আদা একসঙ্গে বেটে পেস্ট তৈরি করে চুলে লাগান।

৩) জবাফুল, পাতার পেস্টের সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন।

৪) নিমপাতা বা কারিপাতা, জবাফুল এবং পাতার পেস্ট তৈরি করে নিন।

জবাফুলের পেস্ট মাথায় লাগানোর পর আধঘণ্টা রেখে শ্যাম্পু করে ঈষদুষ্ণ গরমজলে ধুয়ে নিন।

কী উপকার হবে

১) মাথার তালুতে খুশকির সমস্যা আর তৈলাক্ত ভাব কমাতে জবাফুল এবং পাতার পেস্ট মাথায় লাগান। স্মুদিং হবে। চুলের পিএইচ ভারসাম্য ফিরে আসবে।

২) রুক্ষ, শুষ্ক চুলের ডগা ফাটার সমস্যা আটকাতে নারকেলের দুধ, জবাফুল এবং পাতার পেস্ট, একচামচ মধু, একচামচ দই আর একচামচ অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক তৈরি করে লাগান মাথায়।

৩) চুলে জবাফুল এবং পাতার পেস্ট লেবুর রস ও মেহেন্দি মিশিয়ে লাগান। চুলের রঙও হবে আবার খুশকি থেকেও রেহাই মিলবে।

আরও পড়ুন

ফিটকিরিতে ত্বক হয় ঝকঝকে, চুল হয় সুন্দর উজ্জ্বল একঢাল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।

ত্বকের জেল্লা ফেরাতে ভরসা ভিটামিন সি সেরাম, জেনে নিন সঠিক ব্যবহার পদ্ধতি

ভিটামিন সি সেরাম ত্বককে দাগছোপমুক্ত ও উজ্জ্বল করে তোলে। জেনে নিন কখন, কীভাবে এবং কীসঙ্গে ব্যবহার করবেন এই অ্যান্টিঅক্সিড্যান্ট।