কলকাতা: দেড়শো বছর পূর্তি উপলক্ষে নতুন রূপে সাজানো হয়েছে কলকাতা চিড়িয়াখানাকে। এই ঐতিহ্যবাহী চিড়িয়াখানার নতুন প্রবেশদ্বারটি উদ্বোধন করা হয় মঙ্গলবার। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বনদফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদা, কলকাতা পুরসভার কাউন্সিলর দেবলীনা বিশ্বাস, চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত, তপন দাশগুপ্ত এবং বনদফতরের সেক্রেটারি মনোজ কুমার আগরওয়াল প্রমুখ।
এই নতুন রূপায়ণে চিড়িয়াখানার প্রবেশদ্বারকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ নজর দেওয়া হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “কলকাতা চিড়িয়াখানা শুধু শহরের গর্ব নয়, এটি দেশের অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী চিড়িয়াখানা। নতুন রূপে এর প্রবেশদ্বার উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।” মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “এটি শুধু একটি বিনোদনের স্থান নয়, এটি আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ।”
নতুন প্রবেশদ্বার ছাড়াও চিড়িয়াখানার অন্যান্য অংশেও সংস্কার কাজ করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা ও নতুন ডিজাইনে গেট তৈরি করা হয়েছে, যা দর্শকদের জন্য আরও মনোরম অভিজ্ঞতা এনে দেবে। এছাড়াও, দর্শনার্থীদের জন্য একটি তথ্য কেন্দ্র, রেস্তোরাঁ ও সুভেনির শপও খোলা হয়েছে।
চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত জানান, “দেড়শ বছর পূর্তি উপলক্ষে আমরা চিড়িয়াখানার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রাণীদের জন্যও আরও ভালো পরিবেশ তৈরি করতে কাজ করছি। আমাদের লক্ষ্য শুধুমাত্র দর্শন নয়, জীববৈচিত্র্যের গুরুত্বও মানুষকে বোঝানো।”

উল্লেখ্য, কলকাতা চিড়িয়াখানা ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ভারতের অন্যতম প্রাচীন চিড়িয়াখানা হিসেবে পরিচিত।
ছবি: রাজীব বসু