Homeখবরকলকাতাযৌনকর্মীদের নিয়ে অবমাননাকর মন্তব্য, প্রতিবাদ মিছিল সোনাগাছিতে

যৌনকর্মীদের নিয়ে অবমাননাকর মন্তব্য, প্রতিবাদ মিছিল সোনাগাছিতে

প্রকাশিত

কলকাতা: যৌনকর্মীদের নিয়ে বেফাঁস ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আজ, বুধবার একটি প্রতিবাদ মিছিল হয়ে গেল সোনাগাছিতে। যৌনকর্মীদের অধিকার ও সম্মানের দাবি জানিয়ে মিছিলকারীরা ক্ষোভ প্রকাশ করেন এবং সমাজের বিভিন্ন স্তর থেকে সমর্থনের আহ্বান জানান।

মিছিলকারীরা দাবি করেন, যৌনকর্মীদের পেশার কারণে সমাজে তাঁদের প্রায়শই অবজ্ঞা ও অবমাননার শিকার হতে হয়। সেই সঙ্গে বিভিন্ন মহল থেকে অযাচিত মন্তব্য তাঁদের জীবনের ওপর প্রভাব ফেলে। প্রতিবাদ মিছিলে এক অংশগ্রহণকারীর বক্তব্য, “যৌনকর্মীরাও সমাজের একটি অংশ এবং তাঁদেরও মর্যাদাপূর্ণ জীবন যাপনের অধিকার আছে। এমন অপমানজনক মন্তব্য তাঁদের সামাজিক ও মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।”

মিছিলে অংশগ্রহণকারী এক যৌনকর্মী বলেন, “আমরা কেউ এই পেশায় আসতে চাইনি, কিন্তু জীবন-জীবিকার তাগিদে বাধ্য হয়েছি। অথচ আমাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করে আমাদের সম্মানহানি করা হচ্ছে। আমরা এ ধরনের মন্তব্য আর সহ্য করব না।”

প্রসঙ্গত, প্রেসিডেন্সি কলেজের ডাকা রাজ্য ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন প্রাক্তন পুলিশকর্তা পঙ্কজ দত্ত। আরজি করের নৃশংস ঘটনা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলে বসেন, “এটা অন্য জায়গা হলে বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত আমরা বলতাম হতেই পারে, এই ঘটনা আরজি করের মতো জায়গায় হতেই পারে না। সেখানেই মনে রাখতে হবে। জঘন্য নারকীয় পাশবিক ঘটনা…”।

সম্প্রতি পঙ্কজ দত্তের এই মন্তব্যকে কেন্দ্র করে ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। একজন প্রাক্তন আইপিএস কীভাবে এই ধরনের মন্তব্য করেন তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তোলেন, এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত আমরা বলতাম হতেই পারে…এই কথার মাধ্যমে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন?

ছবি: রাজীব বসু

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র ১ বল বাকি থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ

শ্রীলঙ্কা: ১৬৮-৭ (দাসুন সনাকা ৬৪ নট আউট, কুশল মেন্ডিস ৩৪, মুস্তাফিজুর রহমান ৩-২০, মেহেদি...

H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়ম: কী বলল ভারত, প্রভাব কোথায় পড়বে?

আমেরিকার নতুন H1-B ভিসা নিয়ম নিয়ে ভারতের প্রতিক্রিয়া কী, এর প্রভাব পড়বে কোন খাতে, আর পরিবারগুলির জন্য কী জটিলতা তৈরি হতে পারে—জানুন বিস্তারিত এক্সপ্লেইনার রিপোর্টে।

‘পারিবারিক বিপর্যয় ঘটতে পারে’, H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়মের প্রতিক্রিয়ায় বলল ভারত

আমেরিকার নতুন H1-B ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার। শনিবার বিদেশ মন্ত্রক জানায়,...

হেরিটেজ স্বীকৃতির পথে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, গবেষণায় নতুন আশা

হেরিটেজ স্বীকৃতি পেতে পারে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও লিভারপুল বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় উঠে আসছে এই ঐতিহ্যের বিশেষ তাৎপর্য।

আরও পড়ুন

মহালয়ায় দ্বিগুণ মেট্রো পরিষেবা, সকালেই ট্রেন নামাচ্ছে কর্তৃপক্ষ

২১ সেপ্টেম্বর মহালয়ার দিন বাড়তি মেট্রো পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। ব্লু লাইনে চলবে ১৮২ ট্রেন, সকাল ৬.৫০ থেকে শুরু হবে যাত্রা।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।