কলকাতা: যৌনকর্মীদের নিয়ে বেফাঁস ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আজ, বুধবার একটি প্রতিবাদ মিছিল হয়ে গেল সোনাগাছিতে। যৌনকর্মীদের অধিকার ও সম্মানের দাবি জানিয়ে মিছিলকারীরা ক্ষোভ প্রকাশ করেন এবং সমাজের বিভিন্ন স্তর থেকে সমর্থনের আহ্বান জানান।
মিছিলকারীরা দাবি করেন, যৌনকর্মীদের পেশার কারণে সমাজে তাঁদের প্রায়শই অবজ্ঞা ও অবমাননার শিকার হতে হয়। সেই সঙ্গে বিভিন্ন মহল থেকে অযাচিত মন্তব্য তাঁদের জীবনের ওপর প্রভাব ফেলে। প্রতিবাদ মিছিলে এক অংশগ্রহণকারীর বক্তব্য, “যৌনকর্মীরাও সমাজের একটি অংশ এবং তাঁদেরও মর্যাদাপূর্ণ জীবন যাপনের অধিকার আছে। এমন অপমানজনক মন্তব্য তাঁদের সামাজিক ও মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।”
মিছিলে অংশগ্রহণকারী এক যৌনকর্মী বলেন, “আমরা কেউ এই পেশায় আসতে চাইনি, কিন্তু জীবন-জীবিকার তাগিদে বাধ্য হয়েছি। অথচ আমাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করে আমাদের সম্মানহানি করা হচ্ছে। আমরা এ ধরনের মন্তব্য আর সহ্য করব না।”
প্রসঙ্গত, প্রেসিডেন্সি কলেজের ডাকা রাজ্য ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন প্রাক্তন পুলিশকর্তা পঙ্কজ দত্ত। আরজি করের নৃশংস ঘটনা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলে বসেন, “এটা অন্য জায়গা হলে বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত আমরা বলতাম হতেই পারে, এই ঘটনা আরজি করের মতো জায়গায় হতেই পারে না। সেখানেই মনে রাখতে হবে। জঘন্য নারকীয় পাশবিক ঘটনা…”।

সম্প্রতি পঙ্কজ দত্তের এই মন্তব্যকে কেন্দ্র করে ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। একজন প্রাক্তন আইপিএস কীভাবে এই ধরনের মন্তব্য করেন তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তোলেন, এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত আমরা বলতাম হতেই পারে…এই কথার মাধ্যমে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন?
ছবি: রাজীব বসু