Homeখবররাজ্যকলকাতার ছ’টি সরকারি হাসপাতালে চালু হল ‘রাত্তিরের সাথী’ প্রকল্প

কলকাতার ছ’টি সরকারি হাসপাতালে চালু হল ‘রাত্তিরের সাথী’ প্রকল্প

প্রকাশিত

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের সাম্প্রতিক ঘটনায় কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার এক মাস আগেই যে ১৭ দফা পদক্ষেপ ঘোষণা করেছিল, তারই অংশ হিসেবে কলকাতার ছ’টি সরকারি হাসপাতালে চালু হল ‘রাত্তিরের সাথী’ প্রকল্প। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে কলকাতা পুলিশের এলাকার চারটি সরকারি হাসপাতাল, একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এবং একটি জেলা হাসপাতালে এই কর্মসূচি চালু করা হয়েছে। প্রতিটি হাসপাতালের নিরাপত্তার তত্ত্বাবধানে থাকবেন এক জন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার।

রাজ্যের স্বাস্থ্য ভবন থেকে জানানো হয়েছে, কলকাতার পুলিশ কমিশনারের সুপারিশের ভিত্তিতে এই ছ’জন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে নিয়োগ করা হয়েছে। প্রতিটি হাসপাতালে নিরাপত্তারক্ষীদের মধ্যে সমন্বয় এবং নজরদারি নিশ্চিত করাই ‘রাত্তিরের সাথী’ কর্মসূচির মূল উদ্দেশ্য। আদালতের নির্দেশ অনুযায়ী, আরজি কর মেডিক্যাল কলেজের সাম্প্রতিক ঘটনা পর্যালোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য ভাবে, আগস্টের তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ আরজি কর কাণ্ডের শুনানিতে চিকিৎসা সেবায় যুক্তদের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছিল। এর পরেই রাজ্য সরকার সমস্ত মেডিক্যাল কলেজ এবং সুপার স্পেশ্যালিটি হাসপাতালগুলিতে অবসরপ্রাপ্ত পুলিশ এবং সেনা অফিসারদের নিয়োগের নির্দেশ দেয়।

প্রথম পর্যায়ে যে ছ’টি হাসপাতালে এই কর্মসূচি চালু হয়েছে, সেগুলি হল ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, এসএসকেএম, এনআরএস মেডিক্যাল কলেজ, মেটিয়াবুরুজ (গার্ডেনরিচ এসজিএফ) এবং এমআর বাঙুর হাসপাতাল। প্রতিটি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে আছেন প্রাক্তন ডেপুটি বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার।

‘রাত্তিরের সাথী’ কর্মসূচির আওতায় নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নতি ও নজরদারি বাড়ানোর মাধ্যমে কর্মরত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই প্রকল্পটি যে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং কর্মস্থলে একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে সাহায্য করবে, তা নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্য স্বাস্থ্য বিভাগ।

সব খবরের আপডেট পান এখানে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবি-র, মুখ্যমন্ত্রী দিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ-এর নিয়োগপত্র

খবর অনলাইন ডেস্ক: শনিবার ইডেন গার্ডেন্সে বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিল...

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।

দিল্লির বাতাস মানে সাতটি সিগারেট প্রতিদিন! সাবেক এমস অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়ার সতর্কবার্তা

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, AQI) আবার ‘অতিমাত্রায় বিপজ্জনক’...

বৃষ্টিতে শেষ ম্যাচ পরিত্যক্ত, ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল ভারত

ভারত: ৫২-০ (৪.৫ ওভার) (অভিষেক শর্মা ২৩, শুভমন গিল ২৯) ম্যাচ পরিত্যক্ত ব্রিসবেন (অস্ট্রেলিয়া): ব্রিসবেনের গাব্বায়...

আরও পড়ুন

হেমন্তেই শিরশিরানি বাতাস! দক্ষিণবঙ্গে পারদ নামার ইঙ্গিত, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস— দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা। হেমন্তের সকালে বাড়ছে শীতের আমেজ, আসছে শীতের বার্তা।

সারা রাজ্যে এসআইআর ফর্ম বিতরণ ৩ কোটি ছাড়াল , এখনও শুরু হয়নি অনলাইন ফিল-আপ, উদ্বেগে পরিযায়ীরা

রাজ্যে তিন কোটিরও বেশি এসআইআর ফর্ম বিতরণ হয়েছে। কিন্তু এখনও শুরু হয়নি অনলাইন ফর্ম ফিল-আপ প্রক্রিয়া। কমিশনের দাবি, ডিজিটাল স্বাক্ষরের জটিলতা কাটাতে সময় নিচ্ছে তারা।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।