Homeখবররাজ্যমহালয়ার ভোরে জোর বৃষ্টি, কেমন থাকবে এবার পুজোর আবহাওয়া?

মহালয়ার ভোরে জোর বৃষ্টি, কেমন থাকবে এবার পুজোর আবহাওয়া?

প্রকাশিত

শ্রয়ণ সেন

বেশ কয়েক বছর পর এবার মহালয়ার ভোরে বৃষ্টি দেখল কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি। এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে পুজোর আবহাওয়া নিয়ে। কেমন থাকতে পারে এবারের পুজোর আবহাওয়া, সেই নিয়েই সন্দিহান মানুষজন।

উল্লেখ্য, বৃষ্টিহীন পুজো খুব একটা দেখা যায় না। একুশ শতকের হিসেব করলে দেখা যাবে যে ২০০১, ২০০৪, ২০১২, ২০১৫ এবং ২০২৩ সাল বাদ দিয়ে প্রতি বছরই বৃষ্টি হয়েছে পুজোতে। এর মধ্যে আবার দুর্যোগের মতো বৃষ্টি হয়েছে ২০১০, ২০১৩, ২০১৭ এবং ২০২২ সালে। বাকি বছরগুলিতে কমবেশি বৃষ্টি হয়েছে।

এবারের পুজোর পূর্বাভাস হল পুজো বৃষ্টিহীন হবে না, আবার দুর্যোগেরও কোনো আশংকা নেই। তবে ষষ্ঠী পর্যন্ত জোরালো বৃষ্টির আশঙ্কা থাকলেও সপ্তমীর দিন থেকে আবহাওয়া অনেকটাই বদলে যাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, মহালয়ার দিন কলকাতায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে তাইওয়ানের কাছে একটি টাইফুন অপেক্ষারত। শক্তিশালী ওই টাইফুনটির কারণে বঙ্গোপসাগর এবং পূর্ব ভারতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের আগমন হবে। এদিকে, গত কয়েক দিন চূড়ান্ত গরম পড়েছিল পশ্চিমবঙ্গে। জলীয় বাষ্প এবং গরমের কারণে উলম্ব মেঘপুঞ্জ তৈরি হতে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে। এর ফলেই ঝড়বৃষ্টি দেখতে দক্ষিণবঙ্গ।

ষষ্ঠী, অর্থাৎ ৯ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। অল্প সময়ের তীব্র বৃষ্টির কারণে জলমগ্নও হতে পারে কলকাতার পথঘাট। কিন্তু আশা করা যায় যে সপ্তমী থেকে আবহাওয়া বদলাবে। এমনকি বর্ষা বিদায়ের পরিস্থিতিও ধীরে ধীরে শুরু হয়ে যাবে। হাওয়ার গতিপথও পরিবর্তন হবে। দক্ষিণ দিকের বদলে উত্তর দিক থেকে হাওয়া দিতে শুরু করবে। ধীরে ধীরে শুষ্ক হবে বায়ুমণ্ডল।

মনে করা হচ্ছে নবমীর পর থেকে ভোরের দিকে হালকা শিরশিরানিও অনুভূত হতে পারে।

এদিকে উত্তরবঙ্গেও আগামী ৫-৬ দিন জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুর্যোগের বেশি আশঙ্কা নেই। সব কিছু ঠিকঠাক চললে ১১-১২ অক্টোবর নাগাদ উত্তরবঙ্গ থেকে বিদায় নিতে পারে বর্ষা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

আরও পড়ুন

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।