Homeখবররাজ্যমহালয়ার ভোরে জোর বৃষ্টি, কেমন থাকবে এবার পুজোর আবহাওয়া?

মহালয়ার ভোরে জোর বৃষ্টি, কেমন থাকবে এবার পুজোর আবহাওয়া?

প্রকাশিত

শ্রয়ণ সেন

বেশ কয়েক বছর পর এবার মহালয়ার ভোরে বৃষ্টি দেখল কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি। এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে পুজোর আবহাওয়া নিয়ে। কেমন থাকতে পারে এবারের পুজোর আবহাওয়া, সেই নিয়েই সন্দিহান মানুষজন।

উল্লেখ্য, বৃষ্টিহীন পুজো খুব একটা দেখা যায় না। একুশ শতকের হিসেব করলে দেখা যাবে যে ২০০১, ২০০৪, ২০১২, ২০১৫ এবং ২০২৩ সাল বাদ দিয়ে প্রতি বছরই বৃষ্টি হয়েছে পুজোতে। এর মধ্যে আবার দুর্যোগের মতো বৃষ্টি হয়েছে ২০১০, ২০১৩, ২০১৭ এবং ২০২২ সালে। বাকি বছরগুলিতে কমবেশি বৃষ্টি হয়েছে।

এবারের পুজোর পূর্বাভাস হল পুজো বৃষ্টিহীন হবে না, আবার দুর্যোগেরও কোনো আশংকা নেই। তবে ষষ্ঠী পর্যন্ত জোরালো বৃষ্টির আশঙ্কা থাকলেও সপ্তমীর দিন থেকে আবহাওয়া অনেকটাই বদলে যাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, মহালয়ার দিন কলকাতায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে তাইওয়ানের কাছে একটি টাইফুন অপেক্ষারত। শক্তিশালী ওই টাইফুনটির কারণে বঙ্গোপসাগর এবং পূর্ব ভারতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের আগমন হবে। এদিকে, গত কয়েক দিন চূড়ান্ত গরম পড়েছিল পশ্চিমবঙ্গে। জলীয় বাষ্প এবং গরমের কারণে উলম্ব মেঘপুঞ্জ তৈরি হতে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে। এর ফলেই ঝড়বৃষ্টি দেখতে দক্ষিণবঙ্গ।

ষষ্ঠী, অর্থাৎ ৯ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। অল্প সময়ের তীব্র বৃষ্টির কারণে জলমগ্নও হতে পারে কলকাতার পথঘাট। কিন্তু আশা করা যায় যে সপ্তমী থেকে আবহাওয়া বদলাবে। এমনকি বর্ষা বিদায়ের পরিস্থিতিও ধীরে ধীরে শুরু হয়ে যাবে। হাওয়ার গতিপথও পরিবর্তন হবে। দক্ষিণ দিকের বদলে উত্তর দিক থেকে হাওয়া দিতে শুরু করবে। ধীরে ধীরে শুষ্ক হবে বায়ুমণ্ডল।

মনে করা হচ্ছে নবমীর পর থেকে ভোরের দিকে হালকা শিরশিরানিও অনুভূত হতে পারে।

এদিকে উত্তরবঙ্গেও আগামী ৫-৬ দিন জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুর্যোগের বেশি আশঙ্কা নেই। সব কিছু ঠিকঠাক চললে ১১-১২ অক্টোবর নাগাদ উত্তরবঙ্গ থেকে বিদায় নিতে পারে বর্ষা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।