Homeকলকাতার পুজোদুর্গোৎসব ২০২৪: বাংলার লোকজ সঙ-শিল্পীদের জীবনগাঁথা তুলে ধরতে আলিপুর সর্বজনীনের নিবেদন ‘সঙ-কল্প’

দুর্গোৎসব ২০২৪: বাংলার লোকজ সঙ-শিল্পীদের জীবনগাঁথা তুলে ধরতে আলিপুর সর্বজনীনের নিবেদন ‘সঙ-কল্প’

প্রকাশিত

আজ বাদে কাল দেবীপক্ষের সূচনা। মা দুর্গাকে আবাহন করার সমস্ত প্রস্তুতি চূড়ান্ত। দোরগোড়ায় হাজির বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। প্রতিবছর নিত্যনতুন থিমে চমক লাগায় আলিপুর সর্বজনীন। এ বছরও থিমের অভিনবত্বে নজর কাড়তে প্রস্তুত তারা।

আলিপুর সর্বজনীনের এবারের নিবেদন ‘সঙ-কল্প’। বাঙালি সমাজের মূলস্রোতের নিরিখে প্রান্তিক, সঙ-শিল্পীদের জীবনগাঁথাই এবার আলিপুর সর্বজনীনের মণ্ডপে তুলে ধরার পরিকল্পনা করেছেন থিম শিল্পী অনির্বাণ দাস।

সংস্কৃত শ্লোক অনুসারে, ‘ওঁ ভূতানি দুর্গা ভুবনানি দুর্গা স্ত্রীয় পশুশ্চ নরশ্চ দুর্গা।/ যদ্ যদ্ধি দৃশ্যং খলু তদ্ধি দুর্গা দুর্গা স্বরূপাৎ নৈবাস্তি কিঞ্চিৎ।।’ অর্থাৎ দুর্গা সর্বত্র বিরাজমান। নরদেহেও দুর্গার বাস। মানবদেহ ব্রহ্মস্বরূপ।

থিমের রূপায়ণ প্রসঙ্গে বলতে গিয়ে অনির্বাণ জানান, বাংলার লোকশিল্পী সঙ-শিল্পীরা যুগে যুগে নিজেদের সাজিয়ে তুলছেন শিব-দুর্গা-কার্তিক-গণেশ-কালী রূপে। এই সাজে তৈরি করছেন পালা। সারারাত গোটা গ্রাম উপচে পড়ে শুনেছে সঙ-শিল্পীদের তৈরি সেই সব পালাগান। এই লোকসংস্কৃতিকে রাঢ়বাংলায় বলা হয় ‘সঙ’, উত্তরবঙ্গে ডাকা হয় ভিন্ন নামে। তা কোথাও বহুরূপী, কোথাও পালাকার, কোথাও গায়েন। এই শিল্প কোথাও মনসা-দুর্গার গীত, কোথাও বা দুর্গার নাচ। কিন্তু সঙ-শিল্পীরা সমাজের মূলস্রোতের প্রেক্ষিতে প্রান্তিক। কিন্তু তাঁরা যখন দেবসাজে গান গেয়ে ওঠেন, তখন মানবদেহই হয়ে ওঠে দেবতাদের অধিষ্ঠান।

অনির্বাণের কথায়, “আলিপুর সর্বজনীনের এবারের থিম ‘সঙ-কল্প’-এর মাধ্যমে সঙ-শিল্পীদের মতো বাংলার লোকসংস্কৃতির বাহকদের শ্রদ্ধা জানানো হবে। বাংলার এই শিল্পের মূল সুর, মূল ভাব যেন ছড়িয়ে পড়ে আমাদের চৈতন্যে।”

তাই কাব্যিক ঢঙে আলিপুর সর্বজনীনের কর্মকর্তাদের বার্তা – “একই অঙ্গ, একে পূর্ণ, নাহি ভেদ অন্তর/ বহিরাঙ্গে মানবজমিন, বসতে ঈশ্বর।”

কোথায় এই মণ্ডপ

দক্ষিণ কলকাতায় রাসবিহারী মোড় থেকে সোজা রাসবিহারী অ্যাভেনিউ ধরে চেতলার দিকে এগিয়ে যান। আদিগঙ্গা পেরিয়ে সোজা চলুন চেতলা সেন্ট্রাল রোড ধরে। বেশ কিছুটা যাওয়ার পর আলিপুর রোডের মোড়ের আগে বাঁদিকে আলিপুর সরজনীনের মণ্ডপ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।

রেলযাত্রায় ফোন চুরি? RPF-এর সঙ্গে হাত মিলিয়ে এবার খুঁজে দেবে টেলিযোগাযোগ দপ্তর

রেলযাত্রায় ফোন চুরি বা হারিয়ে গেলে আর দুশ্চিন্তা নয়। এবার টেলিযোগাযোগ বিভাগ ও আরপিএফ একসঙ্গে কাজ করবে হারানো ফোন খুঁজে বের করতে। সিইআইআর পোর্টাল ব্যবহার করে ফোন ব্লকও করা যাবে সহজেই।