Homeখবররাজ্যমিলল না কোনওরকম রক্ষাকবচ, পঙ্কজ দত্তের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে

মিলল না কোনওরকম রক্ষাকবচ, পঙ্কজ দত্তের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে

প্রকাশিত

প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্তের অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বৃহস্পতিবার শুনানিতে স্পষ্ট জানিয়ে দেন, আপাতত পঙ্কজ দত্তকে কোনও সুরক্ষা দেওয়া হবে না। তাঁর বিরুদ্ধে উঠা গুরুতর অভিযোগের প্রেক্ষিতে আদালত উভয় পক্ষের হলফনামা তলব করেছে এবং পরবর্তী শুনানির আগেই তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

পঙ্কজ দত্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি আরজি কর হাসপাতালের এক ঘটনার প্রতিবাদ করতে গিয়ে মহিলাদের বিরুদ্ধে অপমানজনক বক্তব্য রেখেছেন। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আরজি করের মতো জায়গায় একজন মহিলা চিকিৎসককে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। সোনাগাছির মতো জায়গায় হলে তা মেনে নেওয়া যেত।” তাঁর এই মন্তব্য নিয়ে প্রবল বিতর্কের ঝড় ওঠে, যা আদালত পর্যন্ত গড়ায়।

বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ পঙ্কজ দত্তের এই মন্তব্যের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, “কেন আপনি পতিতালয়ের উদাহরণ ব্যবহার করেছেন? এটা কোনও প্রাসঙ্গিক উদাহরণ হতে পারে না। হঠাৎ সোনাগাছির মতো জায়গাকে উদাহরণ হিসেবে টেনে আনলেন কেন?” বিচারপতি আরও জিজ্ঞাসা করেন, “আপনার আশেপাশের পরিবেশ কি নিরাপদ? তাহলে এই বিশেষ জায়গাটিকেই কেন উল্লেখ করা হল?”

বিচারপতি ভরদ্বাজের মতে, এই ধরনের উদাহরণ মহিলাদের সম্মানহানির প্রমাণ এবং এমন মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, “আপনার বক্তব্যের পদ্ধতি এবং ভাষাই যথেষ্ট মহিলাদের অসম্মান করার জন্য। কী প্রেক্ষাপটে আপনি বলছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যে ভাবে বলেছেন সেটাই মূলত অসম্মানজনক।”

বিচারপতি স্পষ্টভাবে বলেন, এই ধরনের মন্তব্য বিশেষভাবে মহিলাদের অবমাননা করে এবং সমাজে মহিলাদের অবস্থানকে নীচে নামায়। আদালত মনে করে, এমন বক্তব্য জনসমক্ষে দেওয়া অত্যন্ত অযৌক্তিক এবং সংবেদনশীলতার অভাবের পরিচয়।

আদালত এ দিন পঙ্কজ দত্ত এবং মামলাকারীর পক্ষ থেকে হলফনামা চেয়ে পাঠিয়েছে, যা মামলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।