Homeকলকাতার পুজোদুর্গোৎসব ২০২৪: পরমা প্রকৃতির শূন্য কলসিতে ‘বারিবিন্দু’ অর্পণের দায়িত্ব নিয়েছে সল্টলেক একে...

দুর্গোৎসব ২০২৪: পরমা প্রকৃতির শূন্য কলসিতে ‘বারিবিন্দু’ অর্পণের দায়িত্ব নিয়েছে সল্টলেক একে ব্লক

প্রকাশিত

পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, শুরু হয়ে গেছে দেবীপক্ষ। দুর্গাপুজোর মতো রাজসূয় যজ্ঞের আয়োজন করা মুখের কথা নয়। প্রতি বছরই ‘হটকে’ থিমে পুজো অনুরাগীদের চমকে দেন বিশিষ্ট থিমশিল্পী ভবতোষ সুতার। এ বছর অভিনব থিমের পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তাও দিচ্ছেন তিনি।

আগামী দিনে তীব্র জলসঙ্কটের কারণে পৃথিবীতে নেমে আসতে পারে এক ভয়াবহ বিপর্যয়। তাই বিন্দু বিন্দু জলও প্রাণের মতোই দামি। জল সংরক্ষণের বার্তা দিতে এ বছর সল্টলেকের একে ব্লকে শিল্পী ভবতোষ সুতারের থিম ‘বারিবিন্দু’। মূল্যবান জল একবিন্দু নষ্ট না করে মাটির গভীরে ফিরিয়ে দেওয়াই হোক এ বছরে শিল্পী ও সল্টলেক একে ব্লকের অধিবাসীদের শারদ সংকল্প।

থিম প্রসঙ্গে বলতে গিয়ে শিল্পী বলেন, পৃথিবীর তিনভাগ জল। একভাগ স্থল। এর মধ্যে মাত্র ৩% বিশুদ্ধ জল। বিশুদ্ধ জলের ৬৫% আবার হিমবাহ। মাত্র ১% জল নদী, খাল, বিল, পুকুরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। মাত্র ০.৩% জল মাটির তলায়। সেইটুকু জলই গোটা বিশ্বের ৮০২ কোটি মানুষের ভরসা। কিন্তু তা-ও বা আবার কত দিন? বিশ্ব উষ্ণায়নের প্রভাবে প্রতিদিন বাড়ছে সমুদ্রের জলস্তর। একটু একটু করে তলিয়ে যাচ্ছে পৃথিবীর মাটি। মাটির ওপরে সাগর, মাটির নীচে শূন্যতা!

ভবতোষবাবুর কথায়, “শুধু ‘লবণ হ্রদ’-এই প্রতিদিন ছোটো, বড়ো, মাঝারি ২১৭টি নলকূপ থেকে ১৭৮৩২ কিউবিক মিটার জল উঠছে জীবনের প্রয়োজনে। এই উপনগরীর মাটির গভীরে প্রতিবছর গড়ে ৩৩০০৯ কিউবিক মিটার জলশূন্য হচ্ছে। সেই শূন্যতা দখল করছে বিদ্যাধরী, মাতলার নোনা জল। পানীয় জলের আকালে শুকিয়ে যাচ্ছে পৃথিবীর মাটি। মাটির তলায় নোনা জলের জোয়ার ভাটা,  দ্রুত মাটি ঢেকে যাচ্ছে কংক্রিটের চাদরে। আমাদের একমাত্র ভরসা ‘বারিবিন্দু’। এ বছর তাই সংকল্প নিয়েছি জল সংরক্ষণের। আকাশের জলে মাটির অন্তরের তৃষ্ণা মেটানোই হোক অঞ্জলি। পরমা প্রকৃতির শূন্য কলসি ভরিয়ে ‘বারিবিন্দু’ অর্পণই হয়ে উঠুক আগামী দিনের পুজোর উপচার।”

কোথায় এই মণ্ডপ

সল্ট লেকের করুণাময়ী মোড় থেকে সেভেন্থ ক্রস রোড ধরে দেড় কিলোমিটার মতো গেলে একে ব্লক। সেখানেই এই পুজো।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।