খবর অনলাইনডেস্ক: ১৯৮৭ সালে শেষবার হরিয়ানায় একটি আসন জিতেছিল সিপিআইএম। ৩৭ বছর পর আবার সে রাজ্যে খাতা খোলার স্বপ্ন দেখতে শুরু করেছে তারা। রাজ্যের ভিওয়ানি কেন্দ্রে কংগ্রেসের সমর্থনে প্রার্থী দিয়েছে সিপিআইএম। প্রার্থী ওম প্রকাশের সমর্থনে সভা করেছেন কংগ্রেস নেতা রাজ বাব্বর।
পড়শি রাজস্থানে সিপিআইএমের উপস্থিতি থাকলেও হরিয়ানায় ৩৭ বছর আগে শেষবার একটি আসন জিতেছিল সিপিআইএম। ১৯৮৭ সালে লোকদলের সঙ্গে জোট করে তোহানা আসনটি জিতেছিল তারা। এরপর থেকে বিজেপি, কংগ্রেস এবং লোকদলের ত্রিমুখী লড়াইয়ের কারণে ক্রমশ পেছনের সারিতে চলে যায় সিপিআইএম। তবে সিপিআইএমের ভিওয়ানি জেলা সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য ওম প্রকাশের আশা এবার কংগ্রেসের সমর্থনে জয়লাভ করতে পারবেন তিনি।
উল্লেখ্য, রাজনীতিতে অনেক পরেই যুক্ত হয়েছেন ওম প্রকাশ। ২০১৪ সাল পর্যন্ত চণ্ডীগড়ের একটি ব্যাঙ্কে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু সামাজিক ন্যায়বিচারের জন্য আন্দোলনে থাকার কারণে ওই বছরই চাকরি থেকে অবসর নিয়ে নেন তিনি। এরপর জনসংঘর্ষ সমিতির সদস্য হয়ে অনেক সফল আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। ২০২০-২১ সালে কৃষক আন্দোলনেও একদম সামনের সারিতে ছিলেন ওম প্রকাশ। এর ফলে গ্রামীণ অঞ্চলের মানুষের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
হরিয়ানায় যেহেতু সিপিআইএমের অস্তিত্ব সেভাবে নেই, তাই ওম প্রকাশের এবার কাজ হচ্ছে ভোটারদের দলের প্রতীক কাস্তে হাতুড়ি তারার সঙ্গে পরিচয় করানোর। বিভিন্ন ভোট প্রচারে গিয়ে ভোটারদের তিনি বলছেন, এবার তাঁরা ইভিএমে কংগ্রেসের হাত চিহ্ন দেখতে পাবেন না। তার বদলে কাস্তে হাতুড়ি তারা চিহ্নটি দেখতে পাবেন।
ওম প্রকাশের বিরুদ্ধে রয়েছেন বিজেপির তিনবারের বিধায়ক ঘনশ্যাম সরফ। তবে মনে করা হচ্ছে যে ওম প্রকাশের পক্ষেই হাওয়া রয়েছে কিছুটা। এই কেন্দ্রটি যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই ভিওয়ানি-মহেন্দ্রগড় কেন্দ্রে ২০১৯ সালে বিজেপি সাড়ে পাঁচ লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিল। সেই অঙ্কটাই এবার কমে আসে চল্লিশ হাজারে। এর থেকেই মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনে ফলাফল অন্যরকম হবে।
সিপিআইএম কর্মী-সমর্থকরা বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান-বিরোধিতার হাওয়ার ওপরে ভরসা করলেও ওম প্রকাশ একদম স্থানীয় ইস্যুর ওপরে নজর দিচ্ছেন, যেমন আইনের শাসন, দুর্নীতি এবং নাগরিক সুযোগসুবিধা। ইতিমধ্যেই কৃষক এবং শ্রমিকশ্রেণির কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। এবার দেখার গোটা ভিওয়ানির মানুষ তাঁকে কতটা গ্রহণ করে।
৩৭ বছর পর কি হরিয়ানায় খাতা খুলতে পারবে সিপিআইএম? ৮ তারিখের দিকে তাকিয়ে থাকতে হবে দলকে।