Homeখবরবিদেশপরমাণু বোমায় বেঁচে যাওয়াদের সংগঠন ‘নিহন হিদানকিও’-কে এ বছরের নোবেল শান্তি পুরস্কার...

পরমাণু বোমায় বেঁচে যাওয়াদের সংগঠন ‘নিহন হিদানকিও’-কে এ বছরের নোবেল শান্তি পুরস্কার  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: জাপানি সংগঠন ‘নিহন হিদানকিও’-কে ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হল। ১৯৪৫-এর জাপানের হিরোশিমা-নাগাসাকিতে মার্কিন পরমাণু বোমা বিস্ফোরণে যাঁরা বেঁচে গিয়েছিলেন তাঁদের বলা হয় ‘হিবাকুশা’। সেই ‘হিবাকুশা’রাই এই সংগঠনের সদস্য। ১৯৫৬ সালের ১০ আগস্ট গঠিত এই জাপানি সংগঠন পরমাণু বোমায় ক্ষতিগ্রস্তদের নিয়ে কাজ করে।

নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, পরমাণু অস্ত্রমুক্ত পৃথিবী গড়তে এই সংগঠন যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার স্বীকৃতিস্বরূপ তাদের এ বছরের নোবেল পুরস্কার দেওয়া হল। পৃথিবীকে পরমাণু অস্ত্র থেকে মুক্ত করার লক্ষ্যে অসামান্য কাজ করে চলেছে এই জাপানি গোষ্ঠী। পরমাণু অস্ত্র কতটা ক্ষতিকর তা বোঝানোর জন্য তারা নানা প্রচারমূলক কর্মসূচি চালায়। হিরোশিমা ও নাগাসাকির মতো ঘটনা যাতে আরও কোনোদিন কোথাও না ঘটে, তা সুনিশ্চিত করতে তারা যে নিরলস কাজ করে চলেছে তার ভূয়সী করেছে নোবেল কমিটি।

৬ আগস্ট, ১৯৪৫ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের মুখে। হঠাৎই রাতারাতি ধ্বংস হয়ে গেল জাপানের একটি শহর। হিরোশিমায় আছড়ে পড়ল পরমাণু বোমা ‘লিটল বয়’। কিন্তু এখানেই শেষ নয়। ঠিক তার তিন দিন পরেই আবার। ৯ আগস্ট আর-এক শহর নাগাসাকিতে আছড়ে পড়ল ‘ফ্যাট ম্যান’। নিমেষের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল দুটি শহর। কত মানুষ যে প্রাণ হারাল তার প্রকৃত হিসেব নেই। কিন্তু এর পরেও আছে। তেজস্ক্রিয়তায় আক্রান্ত হল অগণিত মানুষ। বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে চলল তেজস্ক্রিয়তার ক্ষত। তবে এরপর এই বিশ্বে বহু যুদ্ধ হয়েছে। কিন্তু কোনো যুদ্ধে কোনো দেশ পরমাণু অস্ত্র ব্যবহারের সাহস দেখায়নি।

নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, চলতি বছরে নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৬টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ১৯৭টি আবেদন এসেছিল ব্যক্তিবিশেষকে সম্মাননার জানানোর এবং বাকি ৮৯টি বিভিন্ন গোষ্ঠী বা সংগঠনকে সম্মাননা জানানোর আবেদন। সব আবেদন বিবেচনা করে নোবেল কমিটি এ বছরের জন্য বেছে নিয়েছে পরমাণু বোমা নিয়ে কাজ করা এই জাপানি সংগঠনটিকে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

আরও পড়ুন

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।