খবর অনলাইন ডেস্ক: একদিকে যখন রানি রাসমণি রোডে চলছে দ্রোহের কার্নিভাল, ঠিক তখন রেড রোডে চলছে পুজোর কার্নিভাল। পাঁচ ঘণ্টা ধরে চলল এই কার্নিভাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটা সময় উপস্থিত থাকলেন ওই কার্নিভালে। এবারের কার্নিভালে ‘সেরা গান’ নির্বাচিত হল মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা ‘আমার আড়ালে, আমার আবডালে’।
মুখ্যমন্ত্রীর উদ্যোগেই দুর্গাপুজো কার্নিভাল শুরু হয় ২০১৬ সালে। করোনার কারণে মাঝে দু’বছর কার্নিভাল বন্ধ ছিল। এ বছর আরজি কর মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারের ধর্ষণ-হত্যাকাণ্ডের জেরে গত দু’ মাসের বেশি সময় ধরে রাজ্য জুড়ে যে গণ আন্দোলন চলছে তার পরিপ্রেক্ষিতে এবারের পরিস্থিতি একটু অন্যরকম ছিল। তবু তারই মধ্যে অনুষ্ঠিত হল এই কার্নিভাল।

এদিন ৮৯টি পুজোকমিটির উপস্থিতিতে এবারের কার্নিভাল সম্পন্ন হল। ছবি: রাজীব বসু।

এদিন মুখ্যমন্ত্রীর পাশে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের পরিচিত মুখগুলো। ছবি: রাজীব বসু।

মুখ্যমন্ত্রী সেলিব্রিটিদের নিয়ে নৃত্যানুষ্ঠানও উপভোগ করেন। ছবি: রাজীব বসু।

দুর্গাপুজোর এই কার্নিভালে প্রদর্শিত হল ভিন্টেজ কারও। ছবি: রাজীব বসু।