Homeখবরদেশমসজিদে 'জয় শ্রী রাম' ধ্বনি দেওয়া ধর্মীয় অনুভূতিকে আঘাত করে না: হাইকোর্ট

মসজিদে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেওয়া ধর্মীয় অনুভূতিকে আঘাত করে না: হাইকোর্ট

প্রকাশিত

বেঙ্গালুরু: মঙ্গলবার পুলিশ কর্তৃক দুই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের দায়ের করা একটি মামলা বাতিল করে দিয়েছে কর্নাটক হাইকোর্ট। ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তাঁরা একটি মসজিদে “জয় শ্রী রাম” ধ্বনি তুলেছিলেন। হাইকোর্টের বিচারপতি এম নাগাপ্রসন্নের নেতৃত্বে একক ডিভিশন বেঞ্চ এ বিষয়ে অভিযুক্তদের আবেদনের ভিত্তিতে মামলার শুনানির সময় জানায়, কী ভাবে “জয় শ্রী রাম” ধ্বনি দেওয়া ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে, তা বোঝা যাচ্ছে না।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় মামলা দায়ের করা হয়েছিল, যেখানে অভিযোগ করা হয়েছিল যে তাঁরা একটি মসজিদে প্রবেশ করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়েছেন।

তাঁদের বিরুদ্ধে ৪৪৭ (অবৈধ প্রবেশ), ৫০৫ (জনসাধারণের জন্য ক্ষতিকর বক্তব্য), ৫০৬ (অপরাধমূলক ভয়ভীতি) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) ধারাতেও অভিযোগ ছিল।

বেঞ্চ উল্লেখ করেছে যে, মামলার আবেদক নিজেই বলেছিলেন যে ওই অঞ্চলে হিন্দু এবং মুসলমানরা শান্তিতে বসবাস করছেন। আদালত বলেছে, অভিযুক্তদের বিরুদ্ধে আরও কার্যক্রম পরিচালনা করা আইন প্রক্রিয়ার অপব্যবহার হবে।

শীর্ষ আদালতের নির্দেশন উল্লেখ করে বেঞ্চ বলেছে, যে কোনো এবং প্রতিটি কর্মকাণ্ডই ২৯৫এ ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে না।

পুলিশ অভিযোগ করেছিল যে অভিযুক্তরা ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর, রাত ১০.৫০-এ মসজিদে প্রবেশ করে “জয় শ্রী রাম” স্লোগান দিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে হুমকির অভিযোগও ছিল।

যখন অভিযোগটি দায়ের করা হয়, তখন অভিযুক্তদের অজ্ঞাতপরিচয় ব্যক্তি হিসেবে দেখানো হয় এবং পরে তাঁদের গ্রেফতার করা হয়। তবে, তাঁদের বিরুদ্ধে অভিযোগকে চ্যালেঞ্জ করে অভিযুক্তরা কর্নাটক হাইকোর্টে আবেদন করেছিলেন এবং আদালত তাঁদের বিরুদ্ধে করা পুলিশের মামলা বাতিল করেছে।

বেঞ্চ আরও উল্লেখ করেছে যে, অভিযোগকারী বলেছেন যে হিন্দু ও মুসলমানরা ওই অঞ্চলে শান্তিতে বসবাস করছেন। পাশাপাশি তিনি এটাও বলেছিলেন, ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে।

সূত্র: এনডিটিভি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”

এআই প্রযুক্তির সাহায্যে ফুসফুসের সমস্যায় ভোগা ৭১ বছরের রোগী প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

বেঙ্গালুরুতে ৭১ বছরের এক ফুসফুস রোগীর প্রাণ রক্ষা পেল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে। এআই নির্ভর থ্রি-ডি নেভিগেশনাল ইমেজিং সিস্টেমে জটিল ফুসফুস বায়োপসি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন চিকিৎসকরা।

IRCTC আপডেট: সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেবল আধার-ভেরিফায়েড যাত্রীরাই টিকিট বুকিং করতে পারবেন

IRCTC-র নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ২৮ অক্টোবর থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রিজার্ভ টিকিট বুক করতে পারবেন শুধুমাত্র আধার-অথেন্টিকেটেড যাত্রীরা। তৎকাল টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক।

দিল্লি ১০/১১ বিস্ফোরণ: সন্ত্রাসী হামলার আশঙ্কা, থাকতে পারে পুলওয়ামা যোগসূত্র  

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে এই বিস্ফোরণকে সন্ত্রাসী...

আরও পড়ুন

IRCTC আপডেট: সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেবল আধার-ভেরিফায়েড যাত্রীরাই টিকিট বুকিং করতে পারবেন

IRCTC-র নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ২৮ অক্টোবর থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রিজার্ভ টিকিট বুক করতে পারবেন শুধুমাত্র আধার-অথেন্টিকেটেড যাত্রীরা। তৎকাল টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক।

দিল্লি ১০/১১ বিস্ফোরণ: সন্ত্রাসী হামলার আশঙ্কা, থাকতে পারে পুলওয়ামা যোগসূত্র  

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে এই বিস্ফোরণকে সন্ত্রাসী...

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু! কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।