বেঙ্গালুরু: মঙ্গলবার পুলিশ কর্তৃক দুই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের দায়ের করা একটি মামলা বাতিল করে দিয়েছে কর্নাটক হাইকোর্ট। ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তাঁরা একটি মসজিদে “জয় শ্রী রাম” ধ্বনি তুলেছিলেন। হাইকোর্টের বিচারপতি এম নাগাপ্রসন্নের নেতৃত্বে একক ডিভিশন বেঞ্চ এ বিষয়ে অভিযুক্তদের আবেদনের ভিত্তিতে মামলার শুনানির সময় জানায়, কী ভাবে “জয় শ্রী রাম” ধ্বনি দেওয়া ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে, তা বোঝা যাচ্ছে না।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় মামলা দায়ের করা হয়েছিল, যেখানে অভিযোগ করা হয়েছিল যে তাঁরা একটি মসজিদে প্রবেশ করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়েছেন।
তাঁদের বিরুদ্ধে ৪৪৭ (অবৈধ প্রবেশ), ৫০৫ (জনসাধারণের জন্য ক্ষতিকর বক্তব্য), ৫০৬ (অপরাধমূলক ভয়ভীতি) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) ধারাতেও অভিযোগ ছিল।
বেঞ্চ উল্লেখ করেছে যে, মামলার আবেদক নিজেই বলেছিলেন যে ওই অঞ্চলে হিন্দু এবং মুসলমানরা শান্তিতে বসবাস করছেন। আদালত বলেছে, অভিযুক্তদের বিরুদ্ধে আরও কার্যক্রম পরিচালনা করা আইন প্রক্রিয়ার অপব্যবহার হবে।
শীর্ষ আদালতের নির্দেশন উল্লেখ করে বেঞ্চ বলেছে, যে কোনো এবং প্রতিটি কর্মকাণ্ডই ২৯৫এ ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে না।
পুলিশ অভিযোগ করেছিল যে অভিযুক্তরা ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর, রাত ১০.৫০-এ মসজিদে প্রবেশ করে “জয় শ্রী রাম” স্লোগান দিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে হুমকির অভিযোগও ছিল।
যখন অভিযোগটি দায়ের করা হয়, তখন অভিযুক্তদের অজ্ঞাতপরিচয় ব্যক্তি হিসেবে দেখানো হয় এবং পরে তাঁদের গ্রেফতার করা হয়। তবে, তাঁদের বিরুদ্ধে অভিযোগকে চ্যালেঞ্জ করে অভিযুক্তরা কর্নাটক হাইকোর্টে আবেদন করেছিলেন এবং আদালত তাঁদের বিরুদ্ধে করা পুলিশের মামলা বাতিল করেছে।
বেঞ্চ আরও উল্লেখ করেছে যে, অভিযোগকারী বলেছেন যে হিন্দু ও মুসলমানরা ওই অঞ্চলে শান্তিতে বসবাস করছেন। পাশাপাশি তিনি এটাও বলেছিলেন, ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে।
সূত্র: এনডিটিভি