কলকাতা: জুনিয়র ডাক্তাররা তাঁদের ১০ দফা দাবির সমর্থনে ‘গণস্বাক্ষর সংগ্রহ’ কর্মসূচি শুরু করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার পর ধর্মতলার অনশনমঞ্চ থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ আন্দোলনকারী ডাক্তারদের দাবির বিষয়ে নিজেদের মতামত জানিয়ে স্বাক্ষর করতে পারবেন।
বুধবার ক্যালকাটা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের একটি বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আন্দোলনকারীদের মতে, এই উদ্যোগের মাধ্যমে তাঁরা সাধারণ মানুষের সঙ্গে আরও শক্তিশালী সংযোগ তৈরি করতে চান। এর অংশ হিসেবে ধর্মতলার চার প্রান্তের চারটি জায়গায় সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহের জন্য ব্যবস্থা করা হয়েছে।
আন্দোলনকারী আরিফ আহমেদ লস্কর জানিয়েছেন, অনেক সাধারণ মানুষ অনশনস্থলে এলেও সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন না। তাই তাঁদের মতামত জানতে এবং স্বাক্ষর সংগ্রহের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ধর্মতলার অনশনমঞ্চ থেকে চারটি গাড়ি উল্টোডাঙা, সোদপুর, গড়িয়াহাট, এবং শ্যামবাজারের দিকে যাবে, যেখানে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা গণস্বাক্ষর সংগ্রহ করবেন।