প্রতি বছর গোটা বিশ্বে সড়ক দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণ যায়। অনেক মানুষের অঙ্গহানি হয়। অকালে অনেক পরিবার পরিজনদের হারিয়ে একেবারে শেষ হয়ে যায়। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে রাস্তার বাঁকে দুর্ঘটনা সবচেয়ে বেশি হয়। উল্টোদিক থেকে কোন গাড়ি বাঁক নিচ্ছে তা বাঁকের মুখে না দেখতে পেয়ে বোঝা মুশকিল হয়। গাড়ির গতিতে নিয়ন্ত্রণ না থাকলে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। যা সকলের জন্যই ক্ষতির কারণ হয়ে ওঠে। রাস্তার বাঁকে হওয়া দুর্ঘটনা আটকাতে তাই বেঙ্গালুরুর সেন্টার ফর ন্যানো অ্যান্ড সফট ম্যাটার সায়েন্সেসের একদল বিজ্ঞানী একটি রোড সেফটি সেন্সর আবিষ্কার করেছেন।
বিজ্ঞানীদের দাবি, এই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে চলা সেন্সর রাস্তার কোনও ঢালে লাগানো যেতে পারে। যা উল্টোদিক থেকে আসা গাড়িকে একটি সিগনালের সাহায্যে সতর্ক করবে।
যেখানে বাঁক তার ১০০ মিটার রাস্তা আগে ও পরে এই সেন্সর সতর্ক করে দেবে। পৃথিবীজুড়েই অনেক বাঁকে হওয়া দুর্ঘটনা এমনভাবে আটকে দেওয়া যেতে পারে। ঝুঁকিপূর্ণ বাঁকেই এই সেন্সর সবচেয়ে কার্যকরী হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
প্রেশার সেন্সিং প্রয়োগের মধ্যে দিয়ে এই যন্ত্র কাজ করবে। নতুন পলিমার ন্যানোকম্পোজিট দ্বারা তৈরি এই সেন্সর। বিজ্ঞানীরা ভ্যানাডিয়াম ডাইসালফাইড, পাইজোইলেকট্রিক পলিমার, পলি ভিনিলাইডিন ডাইফ্লুয়োরাইড মিশিয়ে পলিমার তৈরি করেছেন। এটি প্রোটোটাইপ সেন্সর। দুর্ঘটনা রুখে দিতে এই সেন্সর বাস্তব প্রয়োগ হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এজন্য অনেক পরীক্ষামূলক ধাপ পার করতে হবে। তারপর মিলবে সরকারি ছাড়পত্র। জার্নাল ফর মেটিরিয়াল কেমিস্ট্রি এ নামক জার্নালে গবেষণাপত্র প্রকাশিত হওয়ার পর এই আবিষ্কার নিয়ে বিজ্ঞানী মহলে চর্চা শুরু হয়েছে। আগামী দিনে এই সেন্সর কাজ করতে শুরু করলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।