Homeখবরবাংলাদেশবাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপর চাপ বাড়ছে, পদত্যাগ দাবি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপর চাপ বাড়ছে, পদত্যাগ দাবি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ

প্রকাশিত

গতকাল মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ হয়। সেখানে এ সপ্তাহের মধ্যেই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি জানানো হয়। ঢাকার শাহবাগ এবং বঙ্গভবনের সামনে ইনকিলাব মঞ্চসহ কয়েকটি সংগঠনও একই দাবিতে বিক্ষোভ করেছে।

ঢাকার বাইরেও চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, পাবনা, টাঙ্গাইলসহ অন্যান্য জেলাগুলোতে ছাত্র-জনতা রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে। জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা একই দাবিতে সমাবেশ করেছেন।

বিক্ষোভকারীরা গতকাল দুপুর থেকে বঙ্গভবনের সামনের রাস্তায় অবস্থান করেন। রাত সাড়ে আটটার দিকে কিছু অংশ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গভীর রাত পর্যন্ত চলা এ বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সরকারের গুরুত্বপূর্ণ সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতির বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের তরফ থেকে এ সপ্তাহের মধ্যেই একটি সুনির্দিষ্ট অবস্থান নেওয়া হতে পারে।

সরকারের নীতিনির্ধারকদের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন নাকি সরকারের তরফ থেকে তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হবে—এ নিয়ে আলোচনা চলছে। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পদ্ধতি এবং তার পদত্যাগের পরবর্তী করণীয় নিয়েও সরকার ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে। কিছু উপদেষ্টা মত দিয়েছেন, সাংবিধানিক বাধ্যবাধকতা মেনেই এ প্রক্রিয়া সম্পন্ন হতে হবে।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবির কারণ হিসেবে তাঁর সাম্প্রতিক মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। মো. সাহাবুদ্দিনে সম্প্রতি বলেন, শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কোনও প্রামাণিক দলিল নেই।  তারা সন্দেহ করছেন, রাষ্ট্রপতির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র থাকতে পারে।

এ পরিস্থিতিতে, রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

‘অন্তর্বর্তী সরকারের উচিত আত্মসমীক্ষা করা’, খাগড়াছড়ি হিংসায় ভারতের যোগ থাকার অভিযোগ উড়িয়ে দিল দিল্লির

চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় সহিংসতায় ভারতের যোগ থাকার অভিযোগ অস্বীকার করল নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, অভিযোগগুলি মিথ্যা ও ভিত্তিহীন। অন্তর্বর্তী সরকারের উচিত স্থানীয় উগ্রবাদীদের বিরুদ্ধে তদন্ত করা।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: প্রথম ওভারেই জোড়া ধাক্কা মারুফার, অভিষেক ম্যাচে অর্ধশত রুবিয়ার, পাকিস্তানকে সহজেই হারাল বাংলাদেশ

পাকিস্তান: ১২৯ (৩৮.৩ ওভারে) (রমিন শামিম ২৩, শোরনা আকতার ৩-৫, নাহিদা আকতার ২-১৯, মারুফা...

রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ, সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ

রাষ্ট্রপুঞ্জে বক্তৃতার সময় বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের একাংশের অভিযোগ, তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে।