Homeখবররাজ্যউচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং, এসএসসির ওয়েবসাইটে শুরু ইন্টিমেশন লেটার...

উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং, এসএসসির ওয়েবসাইটে শুরু ইন্টিমেশন লেটার ডাউনলোড

প্রকাশিত

কলকাতা: উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রথম পর্যায়ের কাউন্সেলিং শেষ হলেই দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শীঘ্রই শুরু। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) জানিয়েছে, আগামী ১১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং চলবে। কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ, ২৪ অক্টোবর থেকে প্রার্থীরা এসএসসির ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন।

প্রথম পর্যায়ের কাউন্সেলিং শেষ হওয়ার পরই শুরু হবে দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়া। কমিশন জানিয়েছে, ১১, ১৪, ১৬ নভেম্বর কাউন্সেলিং হওয়ার পর আবার ১৮ থেকে ২৩ নভেম্বর এবং ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত টানা চলবে কাউন্সেলিং। এসএসসি সূত্রে জানা গিয়েছে, এই পর্যায়ে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে এবং টেবিলের সংখ্যাও বাড়ানো হবে।

কাউন্সেলিংয়ের জন্য প্রার্থীদের সকাল ৯টার মধ্যে আচার্য সদনে রিপোর্ট করতে হবে। প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট প্রার্থীদের তালিকা এবং কাউন্সেলিংয়ের দিন ইতিমধ্যেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের মেধাতালিকার ভিত্তিতে এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে। ২৮ অগাস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রকাশিত তৃতীয় চূড়ান্ত মেধাতালিকার ভিত্তিতেই এই নিয়োগ প্রক্রিয়া চলছে। বাংলা, ইংরেজি, পিওর সায়েন্স, বায়ো সায়েন্স, ইতিহাস, ভূগোল এবং সংস্কৃত বিষয়ের প্রার্থীদের জন্য আলাদা দিন ধার্য করা হয়েছে।

আন্দোলনকারী উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ এই প্রসঙ্গে জানিয়েছেন, “গত ২৮ আগস্ট ডিভিশন বেঞ্চের নির্দেশে ১৪,০৫২ জন প্রার্থীর চাকরি সুনিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই ৮,৭৪৯ জন প্রার্থীর কাউন্সেলিংয়ের সুপারিশের তালিকা প্রকাশিত হয়েছে। অবিলম্বে বাকি প্রার্থীদেরও ধারাবাহিকভাবে কাউন্সেলিং করে ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগের ব্যবস্থা করতে হবে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

আরও পড়ুন

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

টোটো নিবন্ধনের পর মিলবে সরকারি ড্রাইভিং লাইসেন্স, উদ্যোগী পরিবহণ দফতর

রাজ্যের সব টোটো এখন সরকারি নথিভুক্তির আওতায় আসছে। পরিবহণ দফতর জানিয়েছে, নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দুর সমালোচনার জবাবও দিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।