Homeশিল্প-বাণিজ্যকর্পোরেট আয়কর রিটার্ন জমা করার সময়সীমা বাড়াল কেন্দ্র

কর্পোরেট আয়কর রিটার্ন জমা করার সময়সীমা বাড়াল কেন্দ্র

প্রকাশিত

কর্পোরেট আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়িয়ে ১৫ নভেম্বর পর্যন্ত করার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

শনিবার অর্থমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৪ সালের আয়কর রিটার্ন জমার জন্য প্রাথমিক সময়সীমা ৩১ অক্টোবর ধার্য করা হয়েছিল। তবে কর্পোরেট করদাতাদের সুবিধার্থে এই সময়সীমা বাড়িয়ে ১৫ নভেম্বর, ২০২৪ করা হয়েছে।

আয়কর আইন, ১৯৬১-এর ধারা ১৩৯(১)-এর আওতাভুক্ত করদাতাদের জন্যই এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সাধারণত কর্পোরেট সংস্থাগুলির জন্য কর রিটার্ন জমা দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু নিয়মাবলি এবং জটিলতা থাকে, এবং অনেক ক্ষেত্রেই তাদের পক্ষে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করতে সময় লেগে যায়। এই সময়সীমা বৃদ্ধি করদাতাদের উপর চাপ কমাতে এবং নির্ভুল রিটার্ন জমা দিতে সাহায্য করবে।

আয়কর বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে সংস্থাগুলি তাদের হিসাব-নিকাশ আরও সঠিকভাবে প্রস্তুত করতে এবং জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় পাবে। এতে আয়কর বিভাগের কাজেও সুবিধা হবে, কারণ সংস্থাগুলি নির্ভুল তথ্য জমা দেওয়ায় কর নির্ধারণ প্রক্রিয়াটি আরও সহজ ও কার্যকর হবে।

বলে রাখা ভালো, কর্পোরেট সংস্থাগুলির জন্য আয়কর রিটার্ন জমা দেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং এটি জাতীয় রাজস্ব বৃদ্ধির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার আশাবাদী যে এই সময়সীমা বৃদ্ধির ফলে করদাতারা আরও সাবধানতার সঙ্গে রিটার্ন জমা করতে সক্ষম হবেন।

কর্পোরেট ট্যাক্স কী?

প্রসঙ্গত, কর্পোরেট ট্যাক্স হল এমন একটি কর, যা কোম্পানির লাভ বা নিট আয়ের উপর ধার্য করা হয়। অর্থাৎ, কোম্পানির মোট আয় থেকে কিছু খরচ বাদ দেওয়ার পর যে পরিমাণ আয় থাকে, তার উপর এই কর দিতে হয়। কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে বাদ দেওয়া খরচগুলোর মধ্যে রয়েছে—পণ্য উৎপাদনের খরচ (COGS), সাধারণ ও প্রশাসনিক খরচ, বিক্রয় ও বিপণন খরচ, অবচয়, গবেষণা ও উন্নয়ন খরচ ইত্যাদি। এসব খরচ সঠিকভাবে ব্যবস্থাপনা করলে কর্পোরেট ট্যাক্স কমানো যায় এবং কোম্পানির লাভের ক্ষতি কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।