Homeপরিবেশরেকর্ড পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গমন, তাপমাত্রা বৃদ্ধি নিয়ে রাষ্ট্রসঙ্ঘের গুরুতর সতর্কবার্তা

রেকর্ড পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গমন, তাপমাত্রা বৃদ্ধি নিয়ে রাষ্ট্রসঙ্ঘের গুরুতর সতর্কবার্তা

প্রকাশিত

সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালে বিশ্বব্যাপী ৫৭.১ গিগাটন গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ১.৩ শতাংশ বেশি। এই বৃদ্ধি করোনা মহামারি পরবর্তী দশকের আনুমানিক গড় হারের চেয়েও বেশি। সতর্ক করে বলা হয়েছে, এই তথ্য আগামী কয়েক বছরের জন্য গুরুতর সংকেত বহন করছে।  ১১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন। তার আগে এই সতর্কবার্তা কপালে ভাঁজ ফেলার মতো।

রাষ্ট্রসঙ্ঘের পরিবেশ বিষয়ক প্রোগ্রামের (UNEP) একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা সতর্ক করেছেন, এই পরিস্থিতি যেন একটি ‘ইনটেনসিভ কেয়ার’ ইউনিটে প্রবেশ করার মতো।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান নীতিগুলি চালু থাকলে, ২০৩০ সালের মধ্যে বিশ্বের তাপমাত্রা ৩.১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে, সব দেশ তাদের জাতীয়ভাবে নির্ধারিত অবদানের (NDC) লক্ষ্য পূরণ করলেও তাপমাত্রা বৃদ্ধি ২.৬-২.৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ হবে বলে আশঙ্কা।

ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP) এর এমিশন গ্যাপ রিপোর্টের ১৫তম সংস্করণে জানা যায়, শুধুমাত্র ভারত, চীন, মেক্সিকো, তুরস্ক এবং জাম্বিয়া তাদের নির্ধারিত NDC লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে। অন্যদিকে, জি-২০ দেশগুলোর গ্রিনহাউস গ্যাস নির্গমন ২০২৩ সালে আরও বেড়েছে, যা বৈশ্বিক মোট নির্গমনের ৭৭ শতাংশের জন্য দায়ী।

UNEP নির্বাহী পরিচালক ইনগার অ্যান্ডারসেন সাংবাদমাধ্যমকে বলেছেন, “এই মুহূর্তেই বিশ্ব জুড়ে এমন এক বিপুল উদ্যোগ প্রয়োজন যা আগে কখনো দেখা যায়নি — COP29 সম্মেলনে এর বাস্তবায়ন শুরু হওয়া দরকার।” পরিবেশ কর্মী হরজিত সিং বলেছেন, “COP29-এর নেতা এবং বিশেষ করে ধনী দেশগুলোর উচিত দায়িত্ব পালন করা।”

এই প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, বর্তমান নীতিগুলির অধীনে ২০৩০ সালে বিশ্বজুড়ে কার্বন নির্গমন ৫৩ থেকে ৫৯ গিগাটনের মধ্যে থাকবে, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় লক্ষ্যের থেকে অনেক দূরে। ২০৩০ সালের মধ্যে ২০১৯ সালের তুলনায় কার্বন নির্গমন ৪৩ শতাংশ কমানোর লক্ষ্য থাকলেও বর্তমান প্রবণতা সেই লক্ষ্য অর্জন থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

দীর্ঘ আন্দোলনের পর খাটালমুক্ত ডানকুনি খাল! ১৮ কোটি টাকায় সংস্কার, সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা

ডানকুনি খাল থেকে অবৈধ খাটাল উচ্ছেদ করে শুরু হয়েছে ১৮ কোটি টাকার সংস্কার প্রকল্প। পরিবেশ আদালত ও সুপ্রিম কোর্টের নির্দেশে খাল পরিষ্কার করে সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা। স্থানীয়দের আশা, এখানে ফিরবে পরিযায়ী পাখিও।

হিমালয়ের বিশুদ্ধ বাতাসে বিষ! মেঘ-বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু

হিমালয়ের বিশুদ্ধ বাতাসও আর নিরাপদ নয়! বোস ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য—পূর্ব হিমালয়ের মেঘ ও বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু। শিশুদের ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় ৩০% বেশি।

গ্রীষ্মে গঙ্গার জলের অর্ধেকেরও বেশি উবে যায়! আইআইটি রূড়কির গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

গ্রীষ্মে গঙ্গা নদীর ৫৮ শতাংশ জল বাষ্প হয়ে যায়! IIT রূড়কির গবেষণায় উঠে এল গঙ্গার মূল জলের উৎস ও জল হ্রাসের নতুন তথ্য।