Homeখবরকলকাতাধনতেরাসে সোনার অফারের ফাঁদ! কলকাতায় সাইবার জালিয়াতির শিকার বহু ক্রেতা

ধনতেরাসে সোনার অফারের ফাঁদ! কলকাতায় সাইবার জালিয়াতির শিকার বহু ক্রেতা

প্রকাশিত

ধনতেরাসে সোনা-রুপোর গয়নায় বিশেষ ছাড়ের অফারে প্রলোভন দেখিয়ে জালিয়াতির ফাঁদ পেতেছে সাইবার প্রতারকরা। কলকাতা জুড়ে এই ধরনের প্রতারণার ঘটনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। প্রতারণা চক্রগুলি সোশ্যাল মিডিয়াতে গয়না বিক্রির ভুয়ো প্রোফাইল তৈরি করে সস্তায় গয়না কেনার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। শনিবার রাত পর্যন্ত কলকাতা পুলিসে মোট ২২টি এমন অভিযোগ জমা পড়েছে।

কলকাতা পুলিস সূত্রে জানা গিয়েছে, ধনতেরাস উপলক্ষ্যে একাধিক ভুয়ো প্রোফাইল তৈরি করে সাইবার অপরাধীরা গ্রাহকদের কাছ থেকে অর্ডার নিচ্ছে, তবে সেই অর্ডারগুলি কখনওই ক্রেতার কাছে পৌঁছচ্ছে না। এ বিষয়ে পুলিস কমিশনার মনোজ ভার্মা শহরবাসীকে সতর্ক করে বলেছেন, ‘‘অফারের লোভে কেউ যেন ভুয়ো ওয়েবসাইট থেকে পেমেন্ট না করেন। কোন ওয়েবসাইটে টাকা দেবেন, সেটা ভালো করে যাচাই করুন। প্রতারিত হলে দ্রুত পুলিসের সঙ্গে যোগাযোগ করুন।’’

লালবাজারের সাইবার বিভাগের সূত্রে জানা যায়, দুর্গাপুজোর সময় জামাকাপড়ের ভুয়ো সাইটগুলো বেশ কয়েকজনকে প্রতারিত করেছে, এবার একই রকমভাবে ধনতেরাসে গয়নার ব্যবসায়ীদের ভুয়ো পেজ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, অলঙ্কার কেনার উন্মাদনাকে কাজে লাগিয়ে প্রতারকরা গ্রাহকদের ফোনে প্রেরিত লিঙ্কে ক্লিক করিয়ে ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। এরপর গ্রাহকের ফোন নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ডাইভার্ট করে সমস্ত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।

পুলিস জানাচ্ছে, প্রতারকরা ফেসবুক ও ইনস্টাগ্রামে জনপ্রিয় গয়নার বিপণির নাম ব্যবহার করে ভুয়ো পেজ তৈরি করছে। সেখানে নানা ধরনের ছাড়ের বিজ্ঞাপন দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করে প্রথমে অগ্রিম টাকা জমা নেওয়া হচ্ছে। পরে গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার পরেও অর্ডারটি বাতিল দেখানো হচ্ছে, এমনকি প্রকৃত সংস্থাগুলির সাথেও এই ধরনের পেজের কোনও যোগসূত্র নেই।

শহরবাসীকে এই ধরনের প্রতারণা থেকে বাঁচাতে পুলিস সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক বার্তা দিয়েছে। পুলিসের মতে, এই ধরনের লোভনীয় অফার সংক্রান্ত কোনও বিজ্ঞাপন দেখে আগ্রহী হওয়ার আগে সংস্থার সত্যতা যাচাই করে নিতে হবে এবং সন্দেহ হলে দ্রুত পুলিসের সাইবার সেলে যোগাযোগ করতে হবে।

বাচাই খবর পড়ুন এখানে

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।