Homeখবরদেশঅমানবিক! আয়ুষ্মান ভারত চালু না করায় দিল্লি, পশ্চিমবঙ্গ সরকারকে তোপ প্রধানমন্ত্রী মোদীর

অমানবিক! আয়ুষ্মান ভারত চালু না করায় দিল্লি, পশ্চিমবঙ্গ সরকারকে তোপ প্রধানমন্ত্রী মোদীর

প্রকাশিত

পশ্চিমবঙ্গ এবং দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু না করায় তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টিকে (AAP) তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, মঙ্গলবার তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে অসুস্থ জনগণের উপর এই নিপীড়ন অমানবিক।

এ দিন প্রবীণ নাগরিকদের জন্য একটি স্বাস্থ্য বিমা প্রকল্প ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ (PM-JAY) চালু করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের আওতায় ৭০ বছরের ঊর্ধ্বের ব্যক্তিরা প্রতি বছর ৫ লক্ষ টাকার স্বাস্থ্য সুরক্ষা পাবেন। যাঁরা ইতিমধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আছেন, তাঁরা অতিরিক্ত ৫ লক্ষ টাকার স্বাস্থ্য সুরক্ষা পাবেন। প্রায় ৬ কোটি প্রবীণ নাগরিককে উপকৃত করার লক্ষ্যেই এই প্রকল্প চালু হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “এক সময় মানুষের বাড়ি, জমি, গয়না বিক্রি করতে হতো চিকিৎসার খরচ চালাতে। চিকিৎসার খরচ শুনে গরিবের আত্মা কেঁপে উঠত। চিকিৎসা না পাওয়ার অসহায়তা তাদের মনের জোর ভেঙে দিত। এই অসহায়তা দূর করতে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের জন্ম হয়। এই প্রকল্প থেকে এখন পর্যন্ত প্রায় ৪ কোটি মানুষ উপকৃত হয়েছেন।”

তিনি আরও বলেন, “কিন্তু দিল্লি ও পশ্চিমবঙ্গের প্রবীণদের কাছে আমি ক্ষমাপ্রার্থী, কারণ আমি আপনাদের সাহায্য করতে পারছি না। আপনাদের অসুবিধার কথা আমি জানি, কিন্তু আপনাদের রাজ্যের সরকারগুলি এই প্রকল্পে যোগ দেয়নি।”

প্রধানমন্ত্রী আরও জানান যে রাজ্যের অসুস্থ মানুষের উপর রাজনৈতিক স্বার্থের জন্য ‘অত্যাচার’ করা মানবিকতার পরীক্ষায় ব্যর্থ। কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পের ৬০ শতাংশ খরচ বহন করে, বাকি ৪০ শতাংশ রাজ্য সরকারগুলি দেয়। তবে পশ্চিমবঙ্গ ও দিল্লির নিজস্ব স্বাস্থ্য প্রকল্প রয়েছে, যা তারা কেন্দ্রের পরিকল্পনার চেয়ে আরও ভালো বলে দাবি করে।

প্রধানমন্ত্রী এ দিন ভারতের স্বাস্থ্যনীতির পাঁচটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জানান। প্রথমত, প্রতিরোধমূলক স্বাস্থ্যপরিষেবা, দ্বিতীয়ত সময়মতো হস্তক্ষেপ, তৃতীয়ত সাশ্রয়ী চিকিৎসা ও ওষুধ, চতুর্থত ছোট শহরগুলিতে উন্নত চিকিৎসার সুবিধা এবং পঞ্চমত উন্নত প্রযুক্তির ব্যবহার। ভারত এখন একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে স্বাস্থ্যপরিষেবার দিকে এগোচ্ছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী এ দিন দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের জন্য ১২,৮৫০ কোটি টাকার প্রকল্পও উদ্বোধন করেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।