Homeখেলাধুলোআইপিএলআইপিএল ২০২৫: ইচ্ছা ছিল রেখে দেওয়ার, তবু গত বারের জয়ী অধিনায়ককে রাখল...

আইপিএল ২০২৫: ইচ্ছা ছিল রেখে দেওয়ার, তবু গত বারের জয়ী অধিনায়ককে রাখল না কেকেআর, কেন?

প্রকাশিত

খবর অনলআইন ডেস্ক: গত বারের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে এ বার আর ধরে রাখল না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অথচ আইপিএল ২০২৫-এ যাঁদের রেখে দেওয়া হবে বলে প্রাথমিক যে তালিকা তৈরি করেছিল কেকেআর, সেই তালিকায় প্রথমেই ছিল শ্রেয়স আইয়ারের নাম। কিন্তু দু’ দিন আগে কেকেআর যে রিটেনশন লিস্ট প্রকাশ করল তাতে দেখা গেল শ্রেয়সের নাম নেই। কী এমন ঘটল যাতে শ্রেয়সকে দল থেকে বাদ দিয়ে দিল কেকেআর?

কেকেআর-এর সিইও বেঙ্কি মাইসোর জানিয়েছেন, তাঁদের তালিকায় প্রথমেই যে নামটি ছিল সেটি হল শ্রেয়স আইয়ার। কিন্তু যা পরিকল্পনা করা হয়েছিল পরিস্থিতি সে ভাবে গড়াল না।

বেঙ্কি মাইসোর ‘রেভস্পোর্টজ’কে (RevSportz) জানিয়েছেন, “আমাদের রিটেনশন লিস্টে (যাঁদের রেখে দেওয়া হবে তাঁদের তালিকা) প্রথমেই নাম ছিল শ্রেয়স আইয়ারের। কিন্তু এই রেখে দেওয়ার প্রক্রিয়াটা (রিটেনশন প্রসেস) একমুখী নয়। এখানে শুধু যে ফ্রাঞ্চাইজের কথা খাটে, তা নয়। এখানে যে খেলোয়াড়কে রেখে দেওয়া হচ্ছে তার ইচ্ছাকেও গুরুত্ব দেওয়া হয়। শ্রেয়সের নাম এক নম্বরেই ছিল। ও আমাদের অধিনায়ক ছিল। সেই কারণেই ২০২২-এর নিলামে ওকে নেওয়া হয়েছিল।”

বেঙ্কি আরও বলেন, “তবে এমন অনেক কিছু ঘটে যা আপনার নিয়ন্ত্রণে থাকে না। কোনো খেলোয়াড় যদি তাঁর বাজারমূল্য যাচাই করতে চান এবং সেই বাজারমূল্য যাচাই করার সর্বশ্রেষ্ঠ জায়গা যদি হয় নিলাম, তা হলে সেই খেলোয়াড়কে নিলামে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। আমরা কেকেআর-এ এটাই সব সময়ে বিশ্বাস করে এসেছি। ব্যক্তিগত স্তরে আমার সঙ্গে শ্রেয়সের সম্পর্ক খুবই ভালো। কিন্তু এটাও ঠিক যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার থাকা উচিত।”

২০২৫-এর আইপিএল নিলামে থাকবেন তিন জন প্রাক্তন অধিনায়ক। তাঁরা হলেন শ্রেয়স আইয়ার, কে এল রাহুল এবং ঋষভ পন্থ।

এ বছর যে সব খেলোয়াড়কে তাঁদের দল রেখে দিচ্ছেন তাঁদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় থাকছেন হাইনরিখ ক্লাসেন। সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ২৩ কোটি টাকায় রেখে দিচ্ছে। এর পরেই আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরাট কোহলি এবং লখনউ সুপার জায়েন্টস-এর নিকোলাস পুরাণ। এঁদের দু’ জনকেই রাখা হচ্ছে ২১ কোটি টাকায়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

লীলা মজুমদারের গল্পের জগৎ মণ্ডপে, কাশী বোস লেনের এবছরের থিম ‘পাকদণ্ডী’

উত্তর কলকাতার কাশী বোস লেনের এবছরের দুর্গাপুজোর থিম ‘পাকদণ্ডী’। বাঙালির প্রিয় সাহিত্যিক লীলা মজুমদারের গল্প ও চরিত্ররাই ফুটে উঠবে মণ্ডপে।

মহালয়ার সকালে কলকাতায় শুটআউট, চারু মার্কেটের জিমে দুষ্কৃতীদের গুলি চালনা

মহালয়ার সকালে চারু মার্কেট এলাকায় এক জিমে ঢুকে দু’জন দুষ্কৃতী গুলি চালায়। জিম মালিককে লক্ষ্য করে হামলা হলেও কেউ আহত হননি। তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন

এশিয়া কাপ: হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র ১ বল বাকি থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ

শ্রীলঙ্কা: ১৬৮-৭ (দাসুন সনাকা ৬৪ নট আউট, কুশল মেন্ডিস ৩৪, মুস্তাফিজুর রহমান ৩-২০, মেহেদি...

এশিয়া কাপ: রবিবার ভারত-পাকিস্তান মুখোমুখি, দেখে নিন সুপার ফোরে বাকি ম্যাচগুলির দিনক্ষণ

খবর অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহী আয়োজিত এশিয়া কাপ ক্রিকেটে কোন কোন দেশ সুপার...

এশিয়া কাপ: নিয়মরক্ষার ম্যাচে ভারতকে প্রায় ঘোল খাইয়ে ছাড়ল ওমান

ভারত: ১৮৮-৮ (সঞ্জু স্যামসন ৫৬, অভিষেক শর্মা ৩৮, মহম্মদ নাদিম ২-১৯, শাহ ফয়জল ২-২৩) ওমান:...