Homeখবরকলকাতাদুর্ঘটনা এড়াতে পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের ফুটপাত লোহার গার্ড রেল দিয়ে...

দুর্ঘটনা এড়াতে পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের ফুটপাত লোহার গার্ড রেল দিয়ে আটকানোর প্রস্তাব পুলিশের

প্রকাশিত

কলকাতা: পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের ফুটপাত লোহার গার্ড রেল দিয়ে পাকাপাকি ভাবে আটকে দিতে চায় কলকাতা পুলিশ। এ ব্যাপারে তারা একটি প্রস্তাব পাঠিয়েছে নগর উন্নয়ন দফতরের কাছে। পথচারীরা যাতে ফুটপাত থেকে রাস্তায় নেমে আসতে না পারেন তার জন্য ফুটপাতের ধারে লোহার গার্ড রেল বসানো হবে।

৪ নম্বর ব্রিজে যে সব আধিকারিক যানবাহন যাতায়াতের দায়িত্বে থাকেন তাঁরা সম্প্রতি এক নোটে বলেছেন, শহরতলি এবং দক্ষিণ ২৪ পরগণার দিক থেকে যখন ট্রেন পার্ক সার্কাস স্টেশনে এসে পৌঁছোয় ঠিক তখন ব্রিজের উত্তর দিকের ফুটপাতে যাত্রীদের ভিড় প্রচণ্ড বেড়ে যায়। পার্ক সার্কাস রেলস্টেশনের সঙ্গে কয়েকটি সিঁড়ির মাধ্যমে ওই ফুটপাতের যোগ রয়েছে। বেশির ভাগ যাত্রীই ওই সিঁড়ি দিয়ে উঠে ফুটপাতে চলে আসে এবং বাস বা অটো ধরে।

এক প্রবীণ পুলিশ আধিকারিক বলেন, “ওই ভিড়ের সময়ে বেশির ভাগ যাত্রীই নিজেদের জীবন বিপন্ন করে ফুটপাত ছেড়ে গাড়ি চলাচলের রাস্তায় নেমে পড়েন।”

প্রায় এক কিলোমিটার দীর্ঘ ৪ নম্বর ব্রিজ শিয়ালদহ দক্ষিণ শাখার রেললাইনের উপর দিয়ে গিয়েছে। আর মা ফ্লাইওভার গিয়েছে ৪ নম্বর ব্রিজের উপর দিয়ে। এই ব্রিজ পূর্বে তিলজলা রোডের সঙ্গে পশ্চিমে দরগা রোডের সংযোগ স্থাপন করেছে, যেখান যাত্রী তোলার জন্য অটো আর বাস থামে।

আধিকারিকরা জানান, ৪ নম্বর ব্রিজের দক্ষিণ দিকের ফুটপাতের তুলনায় উত্তর দিকের ফুটপাতে যাত্রীদের অনেক বেশি ভিড় থাকে। কারণ কয়েকটা সিঁড়ি নামলেই উত্তরের ফুটপাত থেকে পৌঁছে যাওয়া যায় পার্ক সার্কাস স্টেশনে। পথ দুর্ঘটনা কমানোর জন্য এখানে স্থায়ী গার্ড রেল বসানো দরকার।

কেএমডিএ-র (কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি) সিনিয়ার অফিসারেরা জানিয়েছেন, পুলিশকে সঙ্গে নিয়ে ৪ নম্বর ব্রিজের ফুটপাত প্রাথমিক ভাবে পরীক্ষা করা হয়েছে। ওই সংস্থার এক সিনিয়ার ইঞ্জিনিয়ার জানান, “অনেক কিছু পরীক্ষা করতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই সেতু কতটা অতিরিক্ত ওজন সহ্য করতে পারবে তার মূল্যায়ন করা।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।